স্বপ্না বর্মন থেকে বাচেন্দ্রি পাল, জি নিউজ ফেয়ার প্লে-র মঞ্চে নারীশক্তির জয়জয়কার

| Feb 09, 2019, 15:03 PM IST
1/8

জি নিউজ ফেয়ার প্লে অনুষ্ঠানে চাঁদের হাট

জি নিউজ ফেয়ার প্লে অনুষ্ঠানে চাঁদের হাট

এই নিয়ে দ্বিতীয়বার। তাতেই দেশজুড়ে সাড়া ফেলল জি নিউজ ফেয়ার প্লে অ্যাওয়ার্ড। একই মঞ্চে ভারতীয় ক্রীড়াক্ষেত্রের অন্যতম সেরা মহিলা ক্রীড়াবিদরা একসঙ্গে। জি-এর মঞ্চে যেন নারীশক্তির জয়জয়কার। 

2/8

জি নিউজ ফেয়ার প্লে অনুষ্ঠানে চাঁদের হাট

জি নিউজ ফেয়ার প্লে অনুষ্ঠানে চাঁদের হাট

এই নিয়ে দ্বিতীয় বর্ষে পা রাখল জি নিউজ ফেয়ার প্লে অ্যাওয়ার্ড। আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে দেশের নাম উজ্জ্বল করেছেন যে সকল মহিলা ক্রীড়াবিদ, তাঁদের প্রত্যেককে সংবর্ধনা দেওয়া হল। এশিয়ান গেমসে সোনাজয়ী স্বপ্না বর্মন থেকে শুরু করে এভারেস্টজয়ী বাচেন্দ্রি পাল। সকলের উপস্থিতিতে আলোকিত হয়ে উঠেছিল নয়াদিল্লির মঞ্চ। 

3/8

জি নিউজ ফেয়ার প্লে অনুষ্ঠানে চাঁদের হাট

জি নিউজ ফেয়ার প্লে অনুষ্ঠানে চাঁদের হাট

সংবর্ধনা দেওয়া হল দৌড়বিদ দ্যুতি চাঁদকে। 

4/8

জি নিউজ ফেয়ার প্লে অনুষ্ঠানে চাঁদের হাট

জি নিউজ ফেয়ার প্লে অনুষ্ঠানে চাঁদের হাট

আন্তর্জাতিক শুটিংয়ে সাড়া ফেলে দেওয়া ভারতীয় শুটার মানু ভাকেরকে সম্মানিত করা হয়। 

5/8

জি নিউজ ফেয়ার প্লে অনুষ্ঠানে চাঁদের হাট

জি নিউজ ফেয়ার প্লে অনুষ্ঠানে চাঁদের হাট

টেবিল টেনিসে দেশের অন্যতম সেরা খেলোয়াড় মণিকা বাত্রার হয়ে পুরস্কার গ্রহণ করেন তাঁর মা। 

6/8

জি নিউজ ফেয়ার প্লে অনুষ্ঠানে চাঁদের হাট

জি নিউজ ফেয়ার প্লে অনুষ্ঠানে চাঁদের হাট

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বিষেণ সিং বেদি। 

7/8

জি নিউজ ফেয়ার প্লে অনুষ্ঠানে চাঁদের হাট

জি নিউজ ফেয়ার প্লে অনুষ্ঠানে চাঁদের হাট

শুটার আঞ্জুম মুদগিল, শ্রেয়সী সিং, রাহি জীবন সরনওয়াত, ছাড়াও ভারত্তোলক মীরা বাঈ চানু, কুস্তিগীর বিনেশ ফুগত, ব্যাডমিন্টন তারকা অশ্বিনী পোনাপ্পাদের সংবর্ধনা দেওয়া হয়। ২০১৮ কমনওয়েথ গেমসে সোনাজয়ী শুটার হিনা সিন্ধুকেও সম্মানিত করা হয়। এছাড়া ২০১৮ এশিয়াডে ৪x৪০০ রিলে দৌড়ে সোনা জয়ী ভারতীয় দলকে সংবর্ধনা দেওয়া হয়। 

8/8

জি নিউজ ফেয়ার প্লে অনুষ্ঠানে চাঁদের হাট

জি নিউজ ফেয়ার প্লে অনুষ্ঠানে চাঁদের হাট

প্রথম মহিলা পর্বতারোহী হিসাবে মাউন্ট এভারেস্টজয়ী বাচেন্দ্রি পালকে জীবনকৃতি সম্মানে ভূষিত করেন বিষেণ সিং বেদি।