Severe Heatwave in Delhi: শুকিয়ে কাঠ দেশ! দহনে মৃত্যু ১৫! 'মেঘ দে পানি দে'র আর্তিতেই মিশল আর্তনাদ...

Severe Heatwave in Delhi: মোট ১৫ জনের মৃত্যু। দাবদাহে। উত্তর ভারতে জুন জুড়েই চলছে এই মারণ-পরিস্থিতি। 'রিমালে'র জেরে দক্ষিণবঙ্গে যখন একটু ঝড়-বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছিল, ঠিক তখন থেকেই উত্তর ভারতে ফিরেছিল তাপপ্রবাহ।

| Jun 19, 2024, 14:10 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মোট ১৫ জনের মৃত্যু। দাবদাহে। উত্তর ভারতে জুন জুড়েই চলছে এই মারণ-পরিস্থিতি। 'রিমালে'র জেরে দক্ষিণবঙ্গে যখন একটু ঝড়-বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছিল, ঠিক তখন থেকেই উত্তর ভারতে ফিরেছিল তাপপ্রবাহ। এবং সেই হিটওয়েভ সমানে চলছে। ভারতীয় মৌসম ভবন এখানে মাঝে-মাঝেই তাপপ্রবাহজনিত সতর্কতা জারি করেছে। এর মধ্যে তাপমাত্রার সর্বকালের রেকর্ডও ভেঙেছে দিল্লি।

1/6

অসহ্য

দিল্লি-নয়ডা সন্নিহিত অঞ্চলে যা চলছে তা সহ্যের সীমার বাইরে! 

2/6

উষ্ণ উত্তর

গোটা জুন জুড়েই তাপপ্রবাহে পুড়েছে রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ থেকে গুজরাট, মধ্য়প্রদেশ-সহ একাধিক রাজ্য। এই সব জায়গার তাপমাত্রা ৫০ ডিগ্রি পার করেছে।

3/6

তাপপ্রবাহে মৃত্যু

এখন সারা দেশ যখন বর্ষার দিকে আকুল আগ্রহে চেয়ে রয়েছে তখনই ফের তাপপ্রবাহের বলি হলেন ১৫ জন! 

4/6

৭২ ঘণ্টায়

গত ৭২ ঘণ্টায় দিল্লি-নয়ডার পরিস্থিতি সব চেয়ে সঙ্গিন হয়ে পড়েছে। 

5/6

ষাটোর্ধ্ব

হিটওয়েভে আক্রান্ত হয়েছেন মূলত ৬০ বছর বা তার চেয়ে বেশি বয়সীরাই। হিটস্ট্রোক হচ্ছে তাঁদের যাঁরা শ্রমিক, বা পেশার কারণে যাঁরা সারাদিন রোদের মধ্যে থাকতে বাধ্য হন, যেমন রিকশাচালক, ফেরিওয়ালা। 

6/6

তিনদিনের সংকট

দিল্লি-নয়ডার হাসপাতালগুলি থেকেও হিটওয়েভে আক্রান্তদের খবরই বেশি আসছে গত তিন দিন ধরে।