Sex-এর সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে সুস্বাস্থ্যের, গবেষণার পর জোরালো দাবি

Dec 15, 2020, 19:49 PM IST
1/6

সুস্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে Good Sex Life-এর। সম্প্রতি একটি গবেষণার পর এই দাবি আরও জোরালো হয়েছে। এমনকী, সম্পর্ক ভাল রাখার ক্ষেত্রেও Sex কার্যকরী ভূমিকা নিতে পারে। 

2/6

Sex শুধুমাত্র শারীরিক চাহিদা মেটায় না। এমনকী মুড ভাল করতেও Good Sex Life-এর ভূমিকা রয়েছে। এমনকী Immune System ভাল রাখতেও Sex-এর কার্যকরী ভূমিকা রয়েছে। 

3/6

ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখা হোক বা হৃদ্পিণ্ডের একাধিক রোগ সারানো হোক, Sex-এর জুড়ি মেলা ভার। ফলে Sex-এর সঙ্গে সুস্বাস্থ্য বা দীর্ঘায়ুর সরাসরি যোগ রয়েছে বলে দাবি করছেন গবেষকরা।

4/6

নিউ ইংল্যান্ড রিসার্চ ইন্সটিটিউট-এর দাবি, হৃদপিণ্ডের অনেক জটিল রোগ সারতে পারে Sex life ভাল হলে। 

5/6

Teenage অর্থাত্ কিশোর বয়স থেকেই Sex নিয়ে কৌতুহল বেশি থাকে। গবেষণায় জানা গিয়েছে, ২০ থেকে ৩৫ বছর বয়সী মানুষের মধ্যে Sex নিয়ে উত্সাহ সব থেকে বেশি হয়।

6/6

৩৫ থেকে ৫০ বয়সী মানুষের মধ্যে Sex নিয়ে উত্সাহ কম। দাবি করেছেন গবেষকরা। কারণ এই বয়সে দম্পতিরা নিজেদের মধ্যে Sex নিয়ে কথা বলতে ভয় পান। এমনকী Sex Life ভাল না হওয়ায় এই বয়সী বেশিরভাগ মানুষের শরীরে চনমনে ভাব থাকে না বলেও গবেষকরা দাবি করেছেন।