IPL 2024 Final | Shah Rukh Khan: KKR-এর জয়ের উচ্ছ্বাসে গৌরীকে জড়িয়ে চুম্বন, নেটপাড়ায় ভাইরাল 'প্রেমিক' শাহরুখ...

Shah Rukh-Gauri Viral Photo: মাঝে অসুস্থতা এলেও ২০২৩ থেকেই সময়টা ভালোই যাচ্ছে শাহরুখ খানে। একের পর এক টানা হিট, তার উপর দীর্ঘ ১২ বছর পর কেকেআরের আইপিএল জয়। এদিন কলকাতার জয়ের পর অসুস্থতায় ক্লান্ত শাহরুখও নিজেকে ঘরে রাখতে পারলেন না। নেমে পড়লেন মাঠে। পাশে সর্বক্ষণের সঙ্গী গৌরী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্বামী স্ত্রীর ভালোবাসার-কেয়ারের সেই ছবি। 

| May 27, 2024, 15:19 PM IST
1/12

শাহরুখময় IPL ফাইনাল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘ ১২ বছর পর খরা কাটল কলকাতা নাইট রাইডার্সের(KKR)। রবিবার রাতে IPL-এর কাপ উঠল তাঁদের হাতে। উচ্ছ্বসিত টিমের অন্যতম কর্ণধার শাহরুখ খান(Shah Rukh Khan)।   

2/12

শাহরুখময় IPL ফাইনাল

অসুস্থতা নিয়েও এদিন টিমের মনোবল বাড়াতে মাঠে হাজির ছিলেন কিং খান। মাস্ক পরেই বসেছিলেন গ্যালারি। চোখে মুখে চিন্তার ছাপ।   

3/12

শাহরুখময় IPL ফাইনাল

কেকেআর জিততেই পাশে দাঁড়িয়ে থাকা স্ত্রী গৌরী খানকে জাপটে ধরেন শাহরুখ, তাঁর মাথায় এঁকেদেন চুম্বন।   

4/12

শাহরুখময় IPL ফাইনাল

এরপরেই সুহানাকে জড়িয়ে ধরেন শাহরুখ, এগিয়ে আসে দুই ছেলে আরিয়ান ও আব্রাম।   

5/12

শাহরুখময় IPL ফাইনাল

গৌরী ও পরিবারের সঙ্গে শাহরুখের সেই ছবি ও ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।   

6/12

শাহরুখময় IPL ফাইনাল

শুধু পরিবারই নয়, মাঠে নেমে টিমের সদস্যদেক সবাইকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানান শাহরুখ, আলিঙ্গন করেন সকলের সঙ্গে।   

7/12

শাহরুখময় IPL ফাইনাল

মুখে চোখে অসুস্থতার ছাপ কিন্তু সেই সব ভুলে একেবারে খুশির মেজাজে ধরা দিলেন শাহরুখ।   

8/12

শাহরুখময় IPL ফাইনাল

অন্যদিকে ক্রমাগত শাহরুখের পাশে ঘুরছেন গৌরী। তাঁকে মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন সমানে।   

9/12

শাহরুখময় IPL ফাইনাল

একবারের জন্যও শাহরুখকে কাছছাড়া করেননি গৌরী। তাঁর অসুস্থতা নিয়ে যে চিন্তিত গৌরী, তা বোঝাই যাচ্ছিল।   

10/12

শাহরুখময় IPL ফাইনাল

তবে অসুস্থতাকে হারিয়ে এদিন গোটা পরিবারের সঙ্গে সারা মাঠ ঘুরে বেড়ান শাহরুখ। কখনও নমস্কার জানালেন, কখনও হাত নাড়ালেন কখনও আবার তাঁর চিরাচরিত রোমান্টিক পোজে ধরা দিলেন কিং খান।   

11/12

শাহরুখময় IPL ফাইনাল

মুখ ভর্তি কাঁচা পাকা গোঁফ-দাড়ি, পরনে কালো টিশার্ট ও নাইটগ্লাসে আবারও নেটপাড়ার মন জিতে নিয়েছেন শাহরুখ।   

12/12

শাহরুখময় IPL ফাইনাল

টিম মালিক থেকে পরিবারের কর্তা কিংবা প্রেমিক, শাহরুখ যে সব ভূমিকাতেই সেরা, তারই প্রশংসায় নেটপাড়া।