Valentine's Day 2023: ভ্যালেনটাইনস ডে-তে গৌরীকে প্রথম উপহার, ৩৪ বছর পর স্মৃতির ঝাঁপি খুললেন শাহরুখ...

Feb 14, 2023, 21:19 PM IST
1/7

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩৪ বছর আগে সেই সময়কার বান্ধবী গৌরীর সঙ্গে প্রথম ভ্যালেনটাইনস ডে সেলিব্রেট করেছিলেন শাহরুখ খান।  

2/7

২০২৩ সালের সেই ভালোবাসার দিনেই পুরনো স্মৃতি রোমন্থন করলেন কিং খান।  

3/7

শাহরুখের প্রথম প্রেম গৌরী, সেকথা অনেকবারই বলেছেন শাহরুখ। তবে মঙ্গলবার #AskSRK তে এসে প্রথম প্রেমিকাকে দেওয়া উপহারের কথা বললেন শাহরুখ।  

4/7

প্রেমিকা গৌরীর সঙ্গেই সাত পাকে বাঁধা পড়েছিলেন শাহরুখ খান। এখনও তাঁদের বিবাহিত জীবন ও কাপল গোল অনুপ্রেরণা জোগায় অনুরাগীদের।  

5/7

শাহরুখ জানান যে, গৌরীকে প্রথম উপহার হিসাবে দিয়েছিলেন এক জোড়া কানের দুল।  

6/7

তবে হিরে মুক্ত খচিত নয়, ৩৪ বছর আগে প্লাস্টিকের দুল উপহার দিয়েছিলেন শাহরুখ।  

7/7

তিন ছেলে মেয়েকে নিয়ে শাহরুখ গৌরীর সংসার এখন জমজমাট। এই বছরই বলিউডে পা রাখছে তাঁদের পুত্র ও কন্যাও।