Shah Rukh Khan | Salman Khan | Aamir Khan: ঈদের চাঁদ! ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে বলিউডের ৩ খান...

১১ এপ্রিল সারা ভারত জুড়ে উদযাপন করা হল ঈদ উল ফিতর। আর সেইদিনই ভক্তদের সঙ্গে জনসংযোগ করেন বলিউডের তিন খান।

Apr 12, 2024, 11:00 AM IST
1/7

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১১ এপ্রিল সারা ভারত জুড়ে উদযাপন করা হল ঈদ উল ফিতর। আর সেইদিনই ভক্তদের সঙ্গে জনসংযোগ করেন বলিউডের তিন খান।

2/7

ঈদ উপলক্ষে শাহরুখ খানের মুম্বাইয়ের বাড়ি মান্নাতে তাঁর ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ছেলে আব্রামকে নিয়ে সকলের সঙ্গে দেখাও করেন তিনি।

3/7

শুভ দিনে কিং খানকে দেখতে পেয়ে উৎসবে মেতেছিলেন ভক্তরা।

4/7

এই দিন ভক্তদের উদ্দ্যেশে বাইরে এসেছিলেন সলমান খানও। পরনে ছিল সাদা শার্ট এবং প্যান্ট। এইদিনই ভাইজান তাঁর নতুন সিনেমার ঘোষণা করেছেন।

5/7

তাঁর পাশাপাশি এইদিন ছিলেন তাঁর বাবা সেলিম খানকেও। ভক্তদের উল্লাস তাঁদের দেখে হয়েছিল দ্বিগুণ।

6/7

নিজের ছেলেদেরকে ঈদের শুভেচ্ছা জানাতে সাংবাদিকদের সামনে এসেছিলেন আমির খানও।

7/7

তাঁকে এবং তাঁর দুই ছেলেকে এই দিন সাদা কুর্তা-পাজামায় দেখতে পাোয়া গেছিল। সাংবাদিকদের মিষ্টিও দেন তিনি।