৩৭ বলে ১০০! আফ্রিদির সেই ইনিংসের পিছনে ছিল সচিন তেন্ডুলকের বড় অবদান

May 05, 2019, 15:27 PM IST
1/5

আফ্রিদির ইনিংসের পিছনে সচিনের অবদান

আফ্রিদির ইনিংসের পিছনে সচিনের অবদান

গেম চেঞ্জার। আফ্রিদির এই আত্মজীবনী প্রকাশিত হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রে। কখনও তিনি গৌতম গম্ভীরের দিকে তোপ দেগেছেন। কখনও আবার ফিক্সিং কাণ্ড নিয়ে বোমা ফাটিয়েছেন। 

2/5

আফ্রিদির ইনিংসের পিছনে সচিনের অবদান

আফ্রিদির ইনিংসের পিছনে সচিনের অবদান

এবার আরও এক তথ্য তুলে ধরলেন আফ্রিদি। জানালেন, ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট তাঁর ৩৭ বলে সেঞ্চুরির ইনিংসের পিছনে ছিল সচিন তেন্ডুলকরের বড়সড় অবদান। 

3/5

আফ্রিদির ইনিংসের পিছনে সচিনের অবদান

আফ্রিদির ইনিংসের পিছনে সচিনের অবদান

যে ব্যাট দিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৭ বলে ১০০ করেছিলেন আফ্রিদি, সেটি তাঁর নিজের ছিল না। সেদিন ওয়াকার ইউনিস তাঁকে ব্যাট দিয়েছিলেন। 

4/5

আফ্রিদির ইনিংসের পিছনে সচিনের অবদান

আফ্রিদির ইনিংসের পিছনে সচিনের অবদান

১৯৯৬ সালে কেনিয়ার বিরুদ্ধে অভিষেক ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাননি আফ্রিদি। এর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন নম্বরে নামার সুযোগ পেয়েছিলেন তিনি। সেই ম্যাচে সৈয়দ আনোয়ারের সঙ্গে ১২৬ রানের পার্টনারশিপ করেছিলেন তিনি। যার মধ্যে ১০২ রানই করেছিলেন আফ্রিদি। ৬ চার ও ১১ ছক্কার সৌজন্যে ৪০ বলে ১০২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। 

5/5

আফ্রিদির ইনিংসের পিছনে সচিনের অবদান

আফ্রিদির ইনিংসের পিছনে সচিনের অবদান

সেদিন ওয়াকার ইউনিসকে একটি ব্যাট দিয়েছিলেন সচিন তেন্ডুলকর। সেই ব্যাটটা দিয়েই আফ্রিদি ওরকম ইনিংস খেলেছিলেন।