Shahrukh Khan-Abhishek Bachchan: ছোট্ট স্যান্টা আরাধ্যা-আব্রাম, উত্তাল নাচে সামিল শাহরুখ-অভিষেক...

Shahrukh Khan-Abhishek Bachchan:  শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক প্রতিবছর নিয়ম করে সন্তানদের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে আসেন। এবারও ঠিক এমনটিই হল। 

Dec 20, 2024, 15:50 PM IST
1/5

বলিউড সুপারস্টার

দুজনেই বলিউডের সুপারস্টার। একজন 'কিং খান' এবং আরেকজন 'দ্য বচ্চন'। হাজার ব্যস্ততার পরেও ছেলেমেয়ের জন্য ঠিক সময় বার করে নিতে পারেন তাঁরা।

2/5

শাহরুখ, অভিষেক, ঐশ্বর্য

শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক প্রতিবছর নিয়ম করে সন্তানদের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে আসেন। এবারও ঠিক এমনটিই হল। দর্শক আসনে বসে আরাধ্যা ও আব্রামের স্কুল ড্রামা দেখলেন শাহরুখ, অভিষেক, ঐশ্বর্যরা।

3/5

লাল-সাদা আউটফিট

সেখানেই ক্রিসমাসের থিমে সেজে উঠেছিলেন ছোট্ট আব্রাম খান এবং আরাধ্যা বচ্চন। লাল-সাদা আউটফিট। একটি সোয়েটার। গলায় লাল মাফলার।

4/5

আরাধ্যা ও আব্রাম

সেখানেই দর্শক আসনে বসে আরাধ্যা ও আব্রামের স্কুল ড্রামা দেখলেন শাহরুখ, অভিষেক, ঐশ্বর্যরা। শাহরুখ, অভিষেক ক্যামেরাবন্দিও করলেন তাঁদের সন্তানদের অভিনয়। সব মিলিয়ে স্কুলের বার্ষিক অনুষ্ঠান ছিল যেন তারকার সমাবেশ।

5/5

স্কুলের বার্ষিক অনুষ্ঠান

প্রসঙ্গত, বৃহস্পতিবার ধীরুভাই আম্বানি স্কুলের বার্ষিক অনুষ্ঠান ছিল। ছোট থেকেই প্রায় সকল তারকাদের ক্ষুদেরা ওই স্কুলেই পড়ে। এইসবের মাঝেও লাইম লাইট একপ্রকার টেনে নিল অভিষেক-ঐশ্বর্য। কারণ ডিভোর্সের আবহে একসঙ্গে মেয়ের প্রোগ্রামে এসে সমস্ত গল্প উড়িয়ে দিলেন।