আজ মুক্তি সাকিবের, বাংলাদেশ ক্রিকেটে খুশির হাওয়া

Oct 29, 2020, 13:20 PM IST
1/5

পেরিয়ে গেল এক বছর। নির্বাসন শেষ বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। আবার ক্রিকেট মাঠে তাঁকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তার সতীর্থ থেকে ভক্তরা।  

2/5

 ভারতীয় এক বুকির সঙ্গে যোগাযোগের কথা এবং স্পট ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় দু'বছরের জন্য সাকিব আল হাসানকে নিষিদ্ধ করে ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। তবে নিজের দোষ স্বীকার করে নেওয়ায় একবছরের শাস্তি স্থগিত করে আইসিসি।  

3/5

আইসিসির দুর্নীতি দমন শাখা এক বছরের জন্য সাসপেন্ড করে সাকিবকে। ২৮ অক্টোবর সাকিবের শাস্তির মেয়াদ শেষ হয়েছে। আজ থেকে তিনি মুক্ত। সব ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন তিনি।  

4/5

সাকিব এই মুহূর্তে পরিবার নিয়ে আমেরিকায় আছেন। নভেম্বরের শুরুতে তার দেশে ফেরার কথা।  

5/5

আইসিসি-র নির্বাসন থেকে মুক্ত সাকিবকে স্বাগত জানিয়েছেন তাঁর সতীর্থরা। মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সৌম্য সরকার থেকে শুরু করে অনেক ক্রিকেটারই অভিনন্দন জানিয়েছেন সাকিবকে।