Shani: শনিবার শনিদেবকে সন্তুষ্ট করতে এই কয়েকটি নিয়ম মেনে চলুন! আপনি থাকবেন সাফল্যের শীর্ষে...
Shani: শনিকে ক্ষতিকর এবং নিষ্ঠুর গ্রহ হিসেবে দেখানো হয়। তবে, জ্যোতিষীরা বলে থাকেন, এ ধারণা ভুল। শনি 'কর্মের প্রভু'। কর্ম দিয়েই শনিকে সন্তুষ্ট করতে হয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার এলেই সকলের শনিদেবতার কথা মনে পড়ে। ভগবান শনি, প্রায়শই শনি গ্রহ হিসেবে উল্লেখিত হন। তিনি সূর্য এবং ছায়ার পুত্র, তাই শনিকে ছায়াপুত্র নামেও ডাকা হয়। শনিকে আবার এক ক্ষতিকর এবং নিষ্ঠুর গ্রহ হিসেবে দেখানো হয়। তবে, সংশ্লিষ্ট মানুষজন বলে থাকেন, এ ধারণা ভুল। শনি 'কর্মের প্রভু'। শনি দশা বলে একটা ব্যাপার আছে। সেটি দীর্ঘ সাড়ে সাত বছর বিস্তৃত হয়। এটি যে কোনও মানুষকে হতাশার চূড়ান্তে ঠেলে দেওয়ার পক্ষে যথেষ্ট। কিন্তু তা থেকে বেরিয়ে আসার রাস্তাও আছে। শনি গ্রহের আশীর্বাদকে কাজে লাগিয়ে জীবনে সুখ-শান্তি-সাফল্য- স্থিতিশীলতা এবং শ্রীবৃদ্ধি আনতে, জ্যোতিষীরা কয়েকটি উপায় বাতলে দেন।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)