শাশুড়ি মায়ের জন্মদিন পালন করলেন শিল্পা, উঠে এল শাশুড়ি-বউমার মজাদার কিছু মুহূর্ত

Aug 06, 2020, 19:38 PM IST
1/6

শাশুড়ি মা উষারানি কুন্দ্রার জন্মদিন সেলিব্রেট করলেন শিল্পা শেঠি। সেই সেলিব্রেশনের কিছু ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। 

2/6

তবে শুধু শিল্পাই নয়, মা উষারানি কুন্দ্রার জন্মদিনের অনুষ্ঠানে দেখা গেল তাঁর ছেলে রাজ কুন্দ্রা, উষারানি কুন্দ্রার স্বামী বালকৃষ্ণ কুন্দ্রা, এবং শিল্পা ও রাজের ছেলে ছোট্ট ভিয়ানকে।  

3/6

শুধু জন্মদিনের সেলিব্রেশনই নয়, মায়ের জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়াতেও শুভেচ্ছা জানান রাজ কুন্দ্রা।

4/6

একইভাবে দায়িত্বশীল বউমা হিসাবে শাশুড়ি মায়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান শিল্পা শেঠিও।

5/6

প্রসঙ্গত,  অভিনেত্রী হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি, দুই সন্তানের মা, রাজ কুন্দ্রার স্ত্রী ও কুন্দ্রা পরিবারের বউমা, সব দায়িত্বই সুন্দরভাবে পালন করছেন শিল্পা।

6/6

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Shilpa Shetty Kundra (@theshilpashetty) on

প্রসঙ্গত, সম্প্রতি সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের মা হয়েছেন শিল্পা শেঠি।