শ্রীলঙ্কার পর ভারতেও নিষিদ্ধ হোক বোরখা, প্রধানমন্ত্রীর কাছে আবেদন শিবসেনার
May 01, 2019, 10:33 AM IST
1/5
S 5
শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের পর সেদেশে নিষিদ্ধ হয়েছে বোরখা। কোনও ধরনের মুখ ঢাকা পোশাক সেদেশে নিষিদ্ধ করা হয়েছে। এবার ভারতেও তা নিষিদ্ধ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করল শিবসেনা।
2/5
S 4
বুধবার শিবসেনার মুখপত্র সামনা-য় লেখা হয়েছে, রারণের লঙ্কায় বোরখা নিষিদ্ধ হয়েছে। এখন রামের অযোধ্যায় তা নিষিদ্ধ হবে কবে? বুধবার অযোধ্যায় সভা করছেন মোদী। তার আগে এই কথাটাই আমরা প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই।
photos
TRENDING NOW
3/5
S 3
শিবসেনার দাবি ফ্রান্স, অস্ট্রেলিয়া, ব্রিটেনে মুখ ঢাকা পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে।
4/5
S 2
শিবসেনা ওই দাবি করলেও তা অবান্তর বলে উড়িয়ে দিয়েছেন আরপিআই তথা এনডিএ শরিক নেতা রামদাস আটওয়ালে। তাঁর মন্তব্য, বোরখা নিষিদ্ধ করা ঠিক নয়।
5/5
s 1
আটওয়ালে বলেন, বোরখা পরে থাকা মানেই যে কেউ জঙ্গি হবে এমন কোনও কথা নেই। তবে যারা বোরখা পরে সন্ত্রাসবাদী কাজকর্ম করে তাদের শাস্তি দেওয়া উচিত।