সুশান্ত ছিলেন কলের পুতুল? অভিনেতার সব সিদ্ধান্ত নিতেন রিয়া, দাবি ম্যানেজারের

Aug 11, 2020, 14:53 PM IST
1/7

সোমবার টানা ৭,৮ ঘণ্টা করে জিজ্ঞাসাবাদ করা হয় সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদীকে 

2/7

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে শ্রুতি মোদী দাবি করেন, কোনও বেআইনি কার্যকলাপের বিষয়ে তিনি কিছু জানেন না 

3/7

তবে সুশান্ত সিং রাজপুতের হয়ে সমস্ত সিদ্ধান্ত নিতেন রিয়া। অভিনতাকে না জানিয়ে তাঁর সমস্ত আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নিতেন রিয়া চক্রবর্তী 

4/7

কোন সিনেমা করবেন এবং কোনটা করবেন না, সুশান্তের হয়ে সেই সিদ্ধান্তও নিতেন তাঁর বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তী 

5/7

প্রসঙ্গত, সুশান্তের খবর জানতে চেয়ে রিয়া এবং শ্রুতিকে একাধিকবার মেসেজ করলেও, অভিনেতার বাবার কোনও প্রশ্নের জবাব দেননি তাঁরা।  সংবাদমাধ্যমের সামনে কে কে সিংয়ের সেই মেসেজ উঠে আসতেই ফের একদফা শোরগোল শুরু হয়েছে   

6/7

যদিও এ বিষয়ে রিয়া কোনও পালটা দাবি করেননি 

7/7

এদিকে সুশান্ত সিং রাজপুতের বাবা যেমন রিয়াদের পাশাপাশি শ্রুতি মোদীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন পাটনার রাজীব নগর থানায়, তেমনি সিবিআইয়ের তরপেও তাঁর বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর