অভিনয় দুনিয়ায় পা রাখছেন শুভশ্রীর দিদি, কোন ছবিতে দেখা যাবে দেবশ্রীকে?

Oct 29, 2020, 22:54 PM IST
1/7

বাংলা ছবির দুনিয়ায় পা রাখতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়।

2/7

হ্যাঁ, ঠিকই শুনছেন। বাংলা ছবিতে ডেবিউ করার কথা নিজেই ফেসবুকে শেয়ার করেছেন দেবশ্রী গঙ্গোপাধ্যায়।

3/7

পরিচালক রাজর্ষি দে-র ছবি 'আবার কাঞ্চনজঙ্ঘা'তে দেখা যাবে দেবশ্রীকে। 

4/7

ছবির লুক নিজের ফেসবুকে শেয়ার করে দেবশ্রী লেখেন- 'নতুন পথ চলা শুরু ধন্যবাদান্তে: ডিরেক্টর বন্ধু রাজর্ষি'। 

5/7

জানা যাচ্ছে, 'আবার কাঞ্চনজঙ্ঘা'তে দম্পতির ভূমিকায় দেখা যাবে পদ্মনাভ দাশগুপ্ত ও দেবশ্রী গঙ্গোপাধ্যায়কে। তাঁদের মেয়ের ভূমিকায় দেখা যাবে রণিতা দাসকে।

6/7

আগামী বছর সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ। তাঁর তৈরি 'কাঞ্চনজঙ্ঘা' ছবিটি বাংলা ছবির দুনিয়ায় একটি মাইলস্টোন। কিংবদন্তী পরিচালককে শ্রদ্ধা জানাতেই  'আবার কাঞ্চনজঙ্ঘা' বানাচ্ছেন পরিচালক রাজর্ষি দে।

7/7

'আবার কাঞ্চনজঙ্ঘা'  ছবিতে দেখা যাবে অর্পিতা চট্টোপাধ্যায়, কৌশিক সেন, বিদিপ্তা চক্রবর্তীর তনুশ্রী চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায়, রূপঙ্কর বাগচি,পদ্মনাভ দাশগুপ্ত, গৌরব চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, রিচা শর্মারা মতো অভিনেত- অভিনেত্রীরা।