মোদীর উদ্বোধনের আগেই মনে জিতে নিল সিকিমের বিমানবন্দর, দেখুন ছবি

Sep 20, 2018, 23:24 PM IST
1/10

সিকিমের নয়া বিমানবন্দর

Sik_5

চারদিকে পাহাড়। তার মধ্যেই বিমানবন্দর। নৈস্বর্গিক প্রকৃতির মাঝে সবুজের ছোঁয়ায় এই বিমানবন্দর দেখলেই মন ভরে যাবে যাত্রীদের। বিদেশে নয়, ভারতের সিকিমেই চালু হতে চলেছে এই বিমানবন্দর।

2/10

সিকিমের নয়া বিমানবন্দর

Sik_4

পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে অবতরণের পর ১২৪ কিলোমিটার পেরিয়ে সিকিম যাওয়ার দিন ঘুচতে চলেছে। ২৩ সেপ্টেম্বর থেকে চালু হতে চলেছে সিকিমের বিমানবন্দর।   

3/10

সিকিমের নয়া বিমানবন্দর

Sik_3

সিকিমের পাকিয়ং হতে চলেছে দেশের ১০০তম সক্রিয় বিমানবন্দর। ২৩ সেপ্টেম্বর বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

4/10

সিকিমের নয়া বিমানবন্দর

Sik_1

উত্তর-পূর্বের এই গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরিতে খরচ হয়েছে ৬০৫.৫৯ কোটি টাকা। এত উচ্চতায় বিমানবন্দর তৈরিতে বিস্তর ঘাম ছোটাতে হয়েছে ইঞ্জিনিয়ারদের। 

5/10

সিকিমের নয়া বিমানবন্দর

Sik_2

সিকিমের পর্যটনমন্ত্রী উগেন টি গ্যাটসো ভুটিয়ার কথায়, গ্রিনফিল্ড এয়ারপোর্ট অত্যন্ত সুন্দর হয়। বিমান চলাচল শুরু হলেই তা জানতে পারবেন যাত্রীরা। 

6/10

সিকিমের নয়া বিমানবন্দর

Sik_3

গত ৫ মার্চে ভারতীয় বায়ুসেনার ড্রোনিয়ার ২২৮ বিমান পরীক্ষামূলকভাবে পাকিয়ং বিমানবন্দরে অবতরণ করেছিল।

7/10

সিকিমের নয়া বিমানবন্দর

Sik_4

 পরে স্পাইসজেটের ৭৮ আসনের একটি বিমানও কলকাতা থেকে পাকিয়ঙে সফল অবতরণ করে।

8/10

সিকিমের নয়া বিমানবন্দর

Sik_5

৮ অক্টোবর থেকে প্রতিদিন কলকাতা, গোহাটি ও সিকিমের মধ্যে প্রতিদিন বিমান চালাবে স্পাইসজেট।

9/10

সিকিমের নয়া বিমানবন্দর

Sik_6

আঞ্চলিক যোগাযোগ আরও বাড়বে। ভাড়া পড়বে যাত্রী পিছু ২৬০০ টাকা। 

10/10

সিকিমের নয়া বিমানবন্দর

Sik_9

পরে ভুটান, কাঠমান্ডু ও ব্যাঙ্ককের সঙ্গে বিমান যোগাযোগ শুরু হবে বলে জানিয়েছেন সিকিমের পর্যটনমন্ত্রী।