Bangladesh Saree: বাংলাদেশই পারে! দুরন্ত সিল্কের শাড়ি আনারস দিয়ে তৈরি...
আনারসের পাতার আঁশ থেকে তৈরি হচ্ছে সিল্কের শাড়ি। সেই শাড়ির নাম পাইনাপেল সিল্ক জামদানি। এই অভিনব শাড়ি তৈরির কারখানা উদ্বোধন হয়েছে বাংলাদেশের মানিকগঞ্জে। উদ্বোধন করেছেন ওপার বাংলার সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।
1/6
2/6
photos
TRENDING NOW
3/6
তিনি আরও বলেন, 'দীর্ঘদিনের ধরে আনারসের পাতার আঁশ থেকে সিল্ক সুতো তৈরি করছে। আর সেই সুতা থেকে সিল্ক কাপড়সহ নানা সামগ্রী তৈরি হচ্ছে। আনারস নিয়ে সংস্থাটি আরও গবেষণা করে বিভিন্ন খাদ্যসামগ্রীর উপাদান তৈরি করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। শিল্পটি দেশের সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দেবে। প্রয়োজনে শিল্পটিকে প্রসার করতে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।'
4/6
কীভাবে তৈরি এই আনারসের পাতা থেকে সিল্ক জামদানি শাড়ি। এই প্রসঙ্গে আলাপ সংস্থার নির্বাহী পরিচালক মাসুদা আক্তার বলেন, ‘২০০৭ সাল থেকে মধুপুরে বিষমুক্ত আনারস উৎপাদন এবং এই ফল থেকে বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদনে মধুপুরবাসীর উদ্যোগে প্রশিক্ষণ শুরু করি। কাজ করতে গিয়ে ২০০৯ সালে বুঝতে পারি, আনারসের পাতার মধ্যে এক ধরনের আঁশ আছে। যা অসম্ভব সুন্দর এবং মজবুত। তখন থেকে বিভিন্ন সময়ে গবেষণা করে এই আঁশকে কাজে লাগানোর চেষ্টা ছিল।'
5/6
6/6
photos