মাটিতে পুঁতে দেওয়া হল ১২ টন ইলিশ!

Sep 25, 2018, 13:44 PM IST
1/10

ছোট ইলিশ ধরতে মত্স্যজীবীদের  বারণ করেছে  মত্স্য দফতর। সাধারণ মানুষকেও সচেতন  করা হয়েছে। কিন্তু  কথা যে এখনও অনেকেই কানে তোলেননি, তার প্রমাণ মিলল।

2/10

সোমবার কাকদ্বীপের অক্ষয়নগরে যা ঘটেছে, তাতে মাছ ব্যবসায়ী এবং ক্রেতার সচেতনতার চিত্র ধরা পড়েছে।

3/10

রবিবার রাত থেকে সোমবার সকাল অবধি ছোট ইলিশ বোঝাই ৭টি ট্রাক আটকে  করেন কাকদ্বীপের অক্ষয়নগরের বাসিন্দারাই।

4/10

নিয়ম মোতাবেক, এই মাছ নিলাম করে মত্স্য দফতর।  স্থানীয় ব্যবসায়ীরা তা কিনে খোলা বাজারে বিক্রি করেন।                               

5/10

কিন্তু সোমবার কোনও ব্যবসায়ীই নিলামে যোগ দেননি।    

6/10

স্থানীয় ব্যবসায়ীরা বুঝেই গিয়েছিলেন, আবহাওয়া ভালো নয়। এলাকাবাসী যে বেজায় চটে, তা ভালোই আঁচ করতে পেরেছিলেন তারা।  হাওয়া গরম বুঝেই চেপে যান গোটা বিষয়টি।

7/10

অক্ষয়নগরে সোমবার ১২ টন খোকা ইলিশ উদ্ধার হয়।

8/10

শেষমেশ ওই ১২ টন ছোট ইলিশ মাটিতে পুঁতে ফেলা হয়

9/10

ইলিশ প্রিয় নয়, এমন বাঙালি খোঁজা মুশকিল। চোখের সামনে এত ইলিশ থাকা সত্ত্বেও কেউ লোভ করেননি!

10/10

এই ঘটনা থেকেই শিক্ষা নেওয়া উচিত! তা না হলে ছোট ইলিশ ধরা কিছুতেই বন্ধ করা যাবে না।