Ranu Mondal: নেটপাড়ার আলো সরতেই ফের অন্ধকারে! কোনওরকমে দিন কাটছে 'ভাইরাল' রানু মন্ডলের...

Ranu Mondal: একসময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছিলেন রানু মন্ডল। তাঁকে দিয়ে গান গাইয়েছেন হিমেশ রেশমিয়াও। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাঁর চর্চা কমতেই ফের দারিদ্র্যতার শিকার রানু?

Dec 26, 2024, 21:47 PM IST
1/6

কেমন আছেন রানু?

বিশ্বজিত্‍ মিত্র: ২৫ ডিসেম্বরেও অন্ধকারে রানাঘাট বেগোপাড়া চার্চের ঢিলছোঁড়া দূরত্বে রানু মন্ডলের বাড়ি । সোশ্যাল মিডিয়ায় একসময় ভাইরাল হয়েছিলেন তিনি। কিন্তু এখন?

2/6

এক সময় রানাঘাট প্ল্যাটফর্মে গান গেয়ে ভিক্ষে করতেন। হঠাৎই তার গান ভাইরাল হওয়াতে পাড়ি দিলেন সদূর মুম্বই। সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে গানও গাইলেন তিনি। 

3/6

রানু মন্ডল খ্রিস্টান। খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য ক্রিসমাস এক বিশেষ দিন। কিন্তু সেইদিনটাই অন্ধকারেই কাটল তাঁর

4/6

রানু মন্ডল যখন গান গাইতে মুম্বই পাড়ি দিলেন, তখন গমগম করত তাঁর বাড়ি , বিভিন্ন মানুষ আসতেন বিভিন্ন প্রোগ্রামে গান গাওয়ার জন্য কথা বলতে। আজ সেই রানু মন্ডল হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। 

5/6

পুরনো সেই দিনের কথা বলে আজও আক্ষেপ করেন রানু। তবে বড়দিনে রানাঘাট বেগোপাড়া চার্চে আসা মানুষরা আসছেন রানু মন্ডলের গলায় গান শুনতে। 

6/6

কেমন আছেন রানু মন্ডল? প্রতিবেশীরা বলেন রানু মন্ডল বাড়িতে একাই থাকেন, কোনরকমে দিন কাটে তাঁর। তবে শারীরিকভাবে সুস্থ নেই।