'বিপিএলে সুযোগ পেলেন না বিরাট', সোশ্যালযুদ্ধে ক্রিকেটভক্তরা

Nov 01, 2018, 21:01 PM IST
1/8

সোশ্যালে যুদ্ধ!

virat_8

বিরাট কোহলি সুযোগ পেলেন না বিপিএলে! সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিরাট কোহলির উপরে লেখা একটি প্রতিবেদন। যা হয়ে উঠেছে ভারতীয় বিশেষ করে বাঙালি ক্রিকেটভক্তদের মস্করার বিষয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলেই এনিয়ে মজার মজার টিপ্পনি কাটছেন।   

2/8

সোশ্যালে যুদ্ধ!

virat_7

আইপিএলের ধাঁচেই বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি টিটোয়েন্টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারও শুরু হতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ।

3/8

সোশ্যালে যুদ্ধ!

virat_6

২০১৮-১৯ সালের বিপিএলের নিলাম তালিকায় রয়েছেন বিশ্বের নামিদামি ক্রিকেটাররা। 

4/8

সোশ্যালে যুদ্ধ!

virat_5

ডেভিড ওয়ার্নার, এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেইল-সহ অনেকে রয়েছেন খসড়া বা ড্রাফ্টটে। 

5/8

সোশ্যালে যুদ্ধ!

virat_4

কিন্তু ভারতীয় ক্রিকেটারদের অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমোদন দেয় না বিসিসিআই। সেই মতো কোহলিদের বিপিএলে খেলার কোনও সম্ভাবনাই নেই। শুধুমাত্র আইপিএলেই খেলেন বিরাটরা। বাকি দেশের ক্রিকেটাররা অবশ্য নানা দেশে খেলে বেড়ান।  

6/8

সোশ্যালে যুদ্ধ!

virat_3

ফলে যথারীতি বিপিএলের ড্রাফটে বিরাট কোহলির নাম থাকা সম্ভবও নয়। আর তা নিয়েই পড়শি দেশে কিছু রসিক সামাজিক যোগাযোগ মাধ্যমে মজার পোস্ট শুরু করেছেন।

7/8

সোশ্যালে যুদ্ধ!

virat_2

একাধিক ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে, বাংলাদেশে খেলার সুযোগ পেলেন না কোহলি। তবে পুরোটাই নিখাদ রসিকতা। সেটাই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অন্তর্জালে একে অপরকে খোঁচা দিতেও ছাড়ছেন না দু'দেশের ক্রিকেটভক্তরাই।

8/8

সোশ্যালে যুদ্ধ!

virat_1

সকলেই জানেন, আসল সত্যিটা। কিন্তু ফেসবুকে তাই নিয়েই শুরু হয়ে গিয়েছে কমেন্টের মল্লযুদ্ধ।