ভাইরাল হ্যাশট্যাগে জীবনের পাল্টে যাওয়া কিছু ছবি
#2012vs2018 এই হ্যাশট্যাগ টুইটারে এখন ভাইরাল।
এই হ্যাশট্যাগের ছাদের তলায় জীবনের নানা ছবি তুলে ধরেছেন নেটিজেনরা।
মাত্র ছয় বছর ব্যবধানে কতটা পরিবর্তন হয়ে যায় মানুষ, বেশ কিছু ছবিতে তা স্পষ্ট।
কেউ মোটা থেকে রোগা হয়েছেন, কেউ শৈশবের গণ্ডি পার করে কৈশোরে পড়েছেন, কেউ বা জীবনের লড়াইয়ে পাল্টে গিয়েছেন পুরোটাই। পাশাপাশি এই দুটি সময়ের ছবি তুলে ধরেছেন তাঁরা।
সব ক্ষেত্রেই যে ৬ বছরের ব্যবধান, হয়ত তা নয়, কিন্তু জীবনের বিবর্তনের একটি রূপরেখা ধরে পড়েছে প্রত্যেকটি ছবিতে।
এই সময়ের মধ্যে অনেকে রূপান্তরকামী হয়েছেন, সেই ছবিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
এমনই একাধিক বিভিন্ন স্বাদের ছবি তুলে ধরলাম আমরা। সৌজন্যে টুইটার।
তবে, এই ছবিগুলি দেখে নিজেকেও মিলিয়ে নিতে পারেন। ছয় বছর দেখবেন আপনিও কতটা পাল্টে গিয়েছেন।