আপনার কি একটিমাত্র সন্তান? তাহলে জেনে নিন কিছু বিশেষ তথ্য
Mar 27, 2021, 15:11 PM IST
1/9
যখন একমাত্র সন্তানের কথা আসে তখন আপনাকে নিশ্চয়,গতানুগতিক ভাবনা চিন্তা ও কথা শুনতে হয়, অনেকের কাছেই।
2/9
একমাত্র সন্তানদের ক্ষেত্রে তাদেরকে বড় করতে, যে অসুবিধে হয় সেগুলি হল, তারা অনেকটাই আদুড়ে হয়ে থাকে। কিন্তু তার সমবয়সী অন্যান্য বাচ্চাদের থেকে আপনার বাচ্চা অনেক পরিণত, বুদ্ধি অনেক বেশি।
photos
TRENDING NOW
3/9
একমাত্র সন্তানদের ক্ষেত্রে একা থাকার জন্য তারা অনেক মানুষের সাথে মিশতে পারেন। তাদের মধ্যে মিলেমিশে থাকার গুন থাকে
4/9
আপনার একমাত্র সন্তান হওয়ার জন্য, আপনি সবসময় আপনার সন্তানকে সেরা দেখতে চান কিন্তু, তাকে আপনি যেমন ভালোবাসেন তেমনই আপনি তার থেকে সবসময় অনেকবেশি আশাও করেন, যেটা আপনার বাচ্চার জন্য ক্ষতিকর। কোনও কিছু চাপিয়ে দেবেন না তার উপর।
5/9
আপনার সন্তানের মতামতকে গুরুত্ব দিন ও সন্মান করুন। তাকে তার মতামত প্রকাশ করতে স্বাধীনতা দিন।
6/9
আপনার সন্তানকে বোঝান আপনি সবসময় তার পাশে আছেন। কখনও তাকে একা অনুভব করাবেন না।
7/9
কখনও কখনও তারা একা অনুভব করতে পারে। কিন্তু আপনি সবসময় তাকে মানুষের সাথে মিশতে এগিয়ে দেবেন।
8/9
আপনার একমাত্র সন্তান হওয়ার জন্য, আপনি সবসময় জানতে চাইবেন আপনার সন্তানের জীবনে কী চলছে। কিন্তু মনে রাখবেন তার বড় হওয়ার সঙ্গে সঙ্গে, আপনার সন্তানের একটা ব্যক্তিগত জীবন থাকবে। তাই সেখানে দূরত্ব বজায় রাখলে, আপনার সন্তানের জন্য ভাল।
9/9
তাদের প্রতিভাকে উৎসাহ দেবেন। তাদেরকে আত্মবিশ্বাসী করতে সাহায্য করবেন।