Sonam Kapoor Ahuja-র লন্ডনের বাড়ির অন্দরমহলে উঁকি দেওয়া যাক

Apr 09, 2021, 20:30 PM IST
1/6

 ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিয়ের পর থেকে অনিল কাপুর কন্যা সোনম কাপুর লন্ডনের বাসিন্দা। লন্ডনের নটিং হিল এরিয়ায় রয়েছে সোনম ও আনন্দের বাংলো। কেমন সেই বাংলোর অন্দরমহল? চলুন ঘুরে দেখা যাক...

2/6

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by anilskapoor (@anilskapoor)

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sonam K Ahuja (@sonamkapoor)

বিভিন্ন সময় সোনমের ইনস্টাগ্রামে উঠে এসেছে, তাঁর লন্ডনের বাড়ির ছবি। যে ছবিগুলিতে দেখা যায়, প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধনে বাংলোর অন্দরমহল সাজানো হয়েছে। তাঁদের লন্ডনের বাংলো সাজিয়েছেন সোনমের ঘনিষ্ঠ বন্ধু, স্থপতি রুশাদ শ্রফ। 

3/6

সোনম কাপুরের লন্ডনের বাংলোর দেওয়ালের কারুকাজ, কাঠের আসবাব, ঝাড়বাতি, কার্পেট, সাজানো বৈঠকখানা  নজর কারে বৈকি। 

4/6

মাঝে মধ্যেই কাপুর ও আহুজা পরিবারের সদস্যরা সোনম কাপুরের লন্ডনের বাড়িতে গিয়ে সময় কাটান।    

5/6

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sonam K Ahuja (@sonamkapoor)

জানা যায়, সোনম কাপুরের লন্ডনের বাংলোয় মোট ৩টি শোবার ঘর রয়েছে। এছাড়া রয়েছে বড় বৈঠকখানা, রান্নাঘর, একাধিক শৌচালয়। 

6/6

সোনম কাপুর আহুজার লন্ডনের বাড়ির খাওয়ার ঘরটিও বেশ বড়। সেখানে একসঙ্গে বসে অনেক লোকই খাওয়া দাওয়া করতে পারেন।