Sonu Sood-এর চমক, আচমকা অনুরাগীর ফাস্টফুডের স্টলে হাজির অভিনেতা, রাঁধলেন ও খেলেন

Dec 26, 2020, 16:13 PM IST
1/8

হায়দরাবাদে রাস্তার ধারে খাবারের স্টল খুলেছেন সোনু সুদের এক অনুরাগী। নাম রেখেছেন লক্ষ্মী সোনুসুদ ফার্স্টফুড সেন্টার।       

2/8

আচমকাই সেই স্টলে গিয়ে হাজির হলেন অভিনেতা সোনু সুদ। প্রিয় তারকাকে এভাবে তাঁর দোকানের সামনে দেখে হতচকিত অনিল। 

3/8

শুধু অনিলের স্টলে গিয়ে হাজির হওয়াই নয়, তাঁর দোকানের এগ ফ্রায়েড রাইস, মাঞ্চুরিয়ান খেলেন সোনু। নিজের হাতে রাঁধতেও দেখা গেল অভিনেতাকে। 

4/8

এবিষয়ে ANI-কে সোনু সুদ জানান, ''সোশ্যাল মিডিয়াতে আমি অনিলের স্টলটি দেখি। তখনই আমার মনে হয়েছিল, ওই স্টলে যাওয়ার কথা। আজকে সুযোগ পেতেই তাই চলে এলাম। এই দোকানের এগ ফ্রায়েড রাইস, মাঞ্চুরিয়ানও খেলাম।''

5/8

সোনু সুদ যখন অনিলের দোকানে পৌঁছাতেই তাঁকে ঘিরে ধরেন স্টলের কর্মীরা। সোনুর গলায় পরিয়ে দেন ফুলের মালা। অভিনেতা পাল্টা সেই মালাটি সামনে দাড়িয়ে থাকা বৃদ্ধাকে পরিয়ে দিয়ে বলেন, ''এই মালা মাম্মিজীরই পাওয়া উচিত।'' 

6/8

প্রিয় তারকার ব্যবহারে তখন উপস্থিত সকলেই অভিভূত। আবেগতাড়িত অনিল সোনু সুদকে প্রণাম করতে গেলে তিনি তাঁকে বুকে টেনে নেন।  

7/8

প্রসঙ্গত, লকডাউনে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে দেশবাসীর মন জয় করে নিয়েছেন অভিনেতা সোনু সুদ। শুধু পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরিব মানুষ তাঁর কাছে যেভাবে সাহায্য চেয়েছেন তাঁকে খালি হাতে ফেরাননি সোনু সুদ।     

8/8

বর্তমানে গোটা দেশবাসীর কাছে সোনু সুদ তাই 'মাসিহা' তিনিই যেন ঈশ্বরের দূত। সম্প্রতি দক্ষিণ ভারতের একটি গ্রামে সোনু সুদের মন্দিরও প্রতিষ্ঠা করেন গ্রামবাসীরা।