Darshana-Saurav Wedding: সমস্ত আচার মেনেই চার হাত এক হল সৌরভ-দশর্নার

সাতপাকে বাঁধা পড়লেন সৌরভ-দর্শনা। শুক্রবার বিয়ে সারলেন এই তারকা জুটি। রাজকীয় আয়োজনে বসেছিল বিবাহ বাসর। 

Dec 16, 2023, 09:42 AM IST
1/9

সৌরভ-দর্শনার বিয়ে

সাতপাকে বাঁধা পড়লেন সৌরভ-দর্শনা। শুক্রবার বিয়ে সারলেন এই তারকা জুটি। রাজকীয় আয়োজনে বসেছিল বিবাহ বাসর।   

2/9

সৌরভ-দর্শনার বিয়ে

পিঁড়িতে করে নয়, বরং একাই হেঁটে বিয়ের মঞ্চে আসেন দর্শনা। পান পাতা ঢেকে ঘোরেন সৌরভকে। তারপর শুভদৃষ্টির আগে আনন্দে উৎসাহিত নেচেও নেন অভিনেত্রী।

3/9

সৌরভ-দর্শনার বিয়ে

শুভদৃষ্টিতে স্ত্রীকে দেখে চেঁচিয়ে ওঠেন সৌরভ। এরপর মালাবদল সেরেই দর্শনাকে জরিয়ে ধরলেন সৌরভ। গালে খেলেন চুম্বনও।

4/9

সৌরভ-দর্শনার বিয়ে

অভিনেতার পরনে ছিল সাদা পাঞ্জাবী এবং ধুতি। অন্যদিকে একেবারে সাবেকি সাজে সকলের নজর কেড়েছেন দর্শনা। অভিনেত্রীর পরনে ছিল লাল বেনারসী এবং সাবেকি সোনার গয়না। রুপো-সোনার জরি দিয়ে পাঁচ মাস ধরে তৈরি হয়েছে দর্শনার বিয়ের বেনারসি।

5/9

সৌরভ-দর্শনার বিয়ে

সমস্ত রীতি মেনেই চলে বিয়ের অনুষ্ঠান। সিঁদুর পরিয়ে লজ্জাবস্ত্র টেনে দেন অভিনেতা।  

6/9

সৌরভ-দর্শনার বিয়ে

বন্ধু-বান্ধব, আত্মীয়দের সামনেই সুসম্পন্ন হল সৌরভ-দর্শনার বিয়ে।

7/9

সৌরভ-দর্শনার বিয়ে

সিঁদুরদানের পর লাজুক মুখে সৌরভ পাশে বসে থাকতে দেখা যায় দর্শনাকে।

8/9

সৌরভ-দর্শনার বিয়ে

দীর্ঘদিনের প্রেমের পরিণতি পেল সৌরভ-দর্শনার। বিয়ে সেরেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন এই তারকা দম্পতি।  

9/9

সৌরভ-দর্শনার বিয়ে

'অল্প হলেও সত্যি’র সময় থেকে শুরু সৌরভ-দর্শনার বন্ধুত্ব।‘গোলেমালে গোল’-এর সেটে সেই বন্ধুত্বে নতুন রং লাগে। গত এক-দেড় বছর ধরে প্রেম করছিলেন হবু বর কনে, কিন্তু আড়ালে রেখেছিলেন ঘনিষ্ঠতার কথা। গত মাসের শেষেই বিয়ের খবর প্রকাশ্যে আসে।