1/6
জেকবের পাশে সৌরভ
2/6
জেকবের পাশে সৌরভ
ফুসফুস ও লিভার গুরুতর আঘাত পেয়েছেন জেকব। জেকবের স্ত্রী বিসিসিআই-এর কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জেকবের চিকিত্সায় পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছে। বরোদার অধিনায়ক হিসাবে রনজি জিতেছিলেন জেকব। বরোদার তরফেও তাঁর চিকিত্সায় তিন লক্ষ টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
photos
TRENDING NOW
3/6
জেকবের পাশে সৌরভ
4/6
জেকবের পাশে সৌরভ
5/6
জেকবের পাশে সৌরভ
ভারতীয় দলের হয়ে ১০টি একদিনের ম্যাচ খেলেছেন জেকব। করেছেন ১৫৮ রান। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে তিনি পাঁচটি ম্য়াচ খেলেছেন। বাকি পাঁচটি ম্য়াচ খেলেছেন সচিন তেণ্ডুলকরের নেতৃত্বে। ১৩৮টি প্রথম শ্রেণীর ম্য়াচ খেলে ৯১৯২ রান করেছেন জেকব। ২০০০-২০০১ মরশুমে বরোদার অধিনায়ক হিসাবে তিনি রনজি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিলেন।
6/6
জেকবের পাশে সৌরভ
photos