নির্বাচনের দরকার নেই, সিএবি প্রেসিডেন্ট ফের সৌরভ গঙ্গোপাধ্যায়!

Sep 22, 2019, 12:46 PM IST
1/5

ফের সিএবি প্রেসিডেন্ট সৌরভ

ফের সিএবি প্রেসিডেন্ট সৌরভ

মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল শনিবার। কিন্তু সিএবি-তে শুধু শাসক গোষ্ঠীই মনোনয়ন জমা দিয়েছে। বিরোধী শিবিরের পক্ষ থেকে নির্বাচনের জন্য কারও নাম জমা পড়েনি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই ফের সিএবির মসনদে ফের বসতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায় পরিচালিত শাসকগোষ্ঠী। 

2/5

ফের সিএবি প্রেসিডেন্ট সৌরভ

ফের সিএবি প্রেসিডেন্ট সৌরভ

সিএবি নির্বাচন হওয়ার কথা ছিল ২৮ সেপ্টেম্বর। কিন্তু বিরোধী শিবিরের পক্ষ থেকে কোনও নাম জমা না পড়ায় নির্বাচনের আর দরকার পড়ছে না। সিএবি প্রেসিডেন্ট পদে ফের দায়িত্ব নেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 

3/5

ফের সিএবি প্রেসিডেন্ট সৌরভ

ফের সিএবি প্রেসিডেন্ট সৌরভ

দেশের বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থায় নির্বাচন হতে চলেছে। তবে সিএবিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিচালিত শাসকগোষ্ঠী। সুপ্রিম কোর্ট নিয়োজিত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেশন ২৩ অক্টোবর বোর্ডের নির্বাচনও করিয়ে ফেলতে চাইছে। 

4/5

ফের সিএবি প্রেসিডেন্ট সৌরভ

ফের সিএবি প্রেসিডেন্ট সৌরভ

সিএবি প্রেসিডেন্ট হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভাইস প্রেসিডেন্ট পদে নরেশ ওঝা। সিএবি সচিব অভিষেক ডালমিয়া, যুগ্মসচিব দেবব্রত দাস ও কোষাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে কাদের রাখা হতে পারে তা নিয়ে আলোচনা শুরু করেছে শাসকগোষ্ঠী। 

5/5

ফের সিএবি প্রেসিডেন্ট সৌরভ

ফের সিএবি প্রেসিডেন্ট সৌরভ

প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় দাসকে নিয়ে আসা হতে পারে ক্রিকেট কমিটিতে। জুনিয়র ক্রিকেটের দায়িত্বও দেওয়া হতে পারে তাঁকে।