সার্জিক্যাল স্ট্রাইক ২: স্পাইসের আঘাতে ধ্বংস জইশ ঘাঁটি, এই বোমার বিশেষত্ব কী?

Feb 27, 2019, 14:50 PM IST
1/7

পাক ভূখণ্ডে ঢুকে ভারতের মিরাজ ২০০০ থেকে ফেলা হয়েছিল স্পাইস বোমা। কী এই স্পাইস বোমা?  

2/7

SPICE মানে স্মার্ট প্রিসাইজ ইমপ্যাক্ট অ্যান্ড কস্ট এফেক্টিভ।

3/7

ইজরায়েলি প্রজুক্তিতে তৈরি এই বোমা রাডারে ধরা পড়ে না।

4/7

স্যাটেলাইট গাইডেন্স, ইলেক্ট্রো অপটিক্যাল সেনসেস রয়েছে এই স্পাইস বোমার।

5/7

১০০ কি.মি. রেঞ্জে আঘাত হানতে সক্ষম। একবারে ১০০টি পয়েন্টে আঘাত হানতে পারে। 

6/7

আবহাওয়ার বাধা কাটাতে পারদর্শী।

7/7

মঙ্গলবার ভোর রাতে ভারতীয় বায়ুসেনা নিয়ন্ত্রণেরেখা পেরিয়ে আঘাত হানে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিগুলিতে। স্পাইস বোমার আঘাতে গুঁড়িয়ে দেয় বালাকোটের জইশের সবচেয়ে বড় অন্যতম প্রশিক্ষণ ঘাঁটি (@3)। একইসঙ্গে ধ্বংস করে চকৌটি, মুজফ্ফরবাদে অবস্থিত জঙ্গি শিবিরগুলি। নিহত হয় মাসুদ আজহার ঘনিষ্ঠ একাধিক কমান্ডার ও কমপক্ষে ৩০০ জইশ জঙ্গি।