বিস্ফোরণের ১০ দিন আগেই হামলাকারী গোষ্ঠীর নাম-টার্গেট সম্পর্কে শ্রীলঙ্কাকে জানিয়েছিল ভারত

Apr 25, 2019, 06:56 AM IST
1/6

s 6

s 6

হামলার ১০ দিন আগেই শ্রীলঙ্কাকে সতর্ক করেছিল ভারত। শুধু তাই নয়, কোন গোষ্ঠী হামলা চালাতে পারে তাও সে দেশের সরকারকে জানানো হয়েছিল।

2/6

S 5

S 5

একটি সর্বভারতীয় দৈনিকের খবর অনুযায়ী, হামলাকারী গোষ্ঠী হিসেবে ভারত ন্যাশনাল তৌহিদ জামাতের নাম করে। শুধু তাই নয়, সংগঠনের নেতাদের নাম, ঠিকানা ও তাদের ফোন নম্বরও দেওয়া হয়।

3/6

S 4

S 4

তিন পাতার ওই নথিতে ভারত উল্লেখ্য করে, টার্গেট করা হতে পারে একাধিক চার্চ ও ভারতীয় দূতাবাসকে।

4/6

S 3

S 3

উল্লেখ্য, গত ১৪ এপ্রিলের ওই ধারাবহিক বিস্ফোরণে এখনও পর্যন্ত ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। আহত ৫০০।

5/6

S 2

S 2

এরকম একটা খবর পাওয়ার পরও সরকার ব্যবস্থা নিল না কেন? শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঘে সংবাদমাধ্যমে জানিয়েছেন, ভারতরে কাছে থেকে গোয়েন্দা রিপোর্ট এসেছিল বটে তবে তা প্রশাসনের সবস্তরে জানানো হয়নি।

6/6

s 1

s 1

ধারাবাহিক বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। সরকারের তরফে বলা হচ্ছে হামলাকারীরা সংখ্যায় ছিল ৯ জন। এদের মধ্যে এক মহিলাও রয়েছে। এরা সবাই উচ্চশিক্ষিত।এদের অনেকেই আবার শ্রীলঙ্কার উচ্চবিত্ত পরিবারের সন্তান। বহুবার বিদেশ ভ্রমণ করেছে।