বড় দায়িত্বের দিকে এগোচ্ছেন মহারাজ! সৌরভ গাঙ্গুলির জন্য সুখবর এল শ্রীলঙ্কা থেকে

Jun 20, 2020, 14:00 PM IST
1/5

সৌরভকে সমর্থন করবে শ্রীলঙ্কা

সৌরভকে সমর্থন করবে শ্রীলঙ্কা

তা হলে কি আরো বড় দায়িত্বের পথে এগোচ্ছেন সৌরভ গাঙ্গুলি! ভারতীয় ক্রিকেট সার্কিটে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। বিসিসিআই সভাপতি কি এবার আইসিসি প্রেসিডেন্ট হওয়ার পথে!

2/5

সৌরভকে সমর্থন করবে শ্রীলঙ্কা

সৌরভকে সমর্থন করবে শ্রীলঙ্কা

সৌরভ গাঙ্গুলি আইসিসি প্রেসিডেন্ট পদের দাবিদার হলে তাদের পূর্ণ সমর্থন থাকবে। জানিয়ে দিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তারা বিসিসিআই-এর পাশে থাকার আশ্বাস দিয়েছে। সৌরভের জায়গায় বিসিসিআই অন্য কাউকে আইসিসি প্রেসিডেন্ট পদের লড়াইয়ে মনোনিত করলেও শ্রীলঙ্কা সমর্থন করবে বলে জানিয়েছে। 

3/5

সৌরভকে সমর্থন করবে শ্রীলঙ্কা

সৌরভকে সমর্থন করবে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা ক্রিকেচ বোর্ড এর আগে জানিয়েছিল, তাদের দেশের প্রাক্তন ক্রিকেটার কুমার সঙ্গাকারা আইসিসি প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করলে তাঁকে পূর্ণ সমর্থন করবে তারা। কিন্তু সঙ্গাকারা আইসিসি প্রেসিডেন্ট পদের জন্য আগ্রহ প্রকাশ করেননি। তাই এসএলসি প্রতিবেশী দেশের ক্রিকেট বোর্ডকে সমর্থন দেবে বলে জানিয়েছে। 

4/5

সৌরভকে সমর্থন করবে শ্রীলঙ্কা

সৌরভকে সমর্থন করবে শ্রীলঙ্কা

গত কয়েকদিন ধরেই সৌরভ গাঙ্গলিকে আইসিসি প্রেসিডেন্ট পদে দেখার দাবি তুলেছেন অনেকে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথও বলেছিলেন, তিনি সৌরভকে আইসিসির সর্বোচ্চ পদে দেখতে চান। এতে আখেরে ক্রিকেটের ভাল হবে বলেই দাবি করেছিলেন তিনি।

5/5

সৌরভকে সমর্থন করবে শ্রীলঙ্কা

সৌরভকে সমর্থন করবে শ্রীলঙ্কা

ভারতীয় ক্রিকেট বোর্ড-এর তরফে এখনও একবারও সৌরভের নাম জানানো হয়নি। তবে সৌরভ যে এই পদের যোগ্য দাবিদার তা বোর্ডের অন্দরমহলেও অনেকে মনে করেন।