Shah Rukh Khan Birthday: কলকাতার রাস্তায় কিং খানের জন্মদিন সেলিব্রেশনে SRK ফ্যান ক্লাব...

Nov 02, 2023, 17:36 PM IST
1/5

কিং খানের জন্মদিন আর তা নিয়ে অনুরাগীদের মধ্যে কোনও উত্তেজনা থাকবে না তা হতে পারে না। বৃহস্পতিবার ২ নভেম্বর, কলকাতায় প্রিয়া সিনেমার সামনে এসআরকে-এর অনুরাগীরা তাঁর জন্মদিন পালন করেন।

2/5

এই বছর ৫৮-এ পা দিলেন অভিনেতা। সেই উপলক্ষ্যে তাঁর সকল ভক্তই কিছু না কিছু আয়োজন করেছেন। কেউ বানিয়েছেন ভিডিয়ো, কেউ বা আবার ভিড় করেছেন তাঁর ‘মন্নত’-এর সামনে। সেই দলেই ছিল তাঁর এই কলকাতার ফ্যান ক্লাব।

3/5

‘এসআরকিয়ান স্কোয়াড কলকাতা’ নামক এক ফ্যান ক্লাবের তরফ থেকে এই সেলিব্রেশনের আয়োজন করা হয়। বেলুন দিয়ে সাজানো থেকে শুরু করে কেক কাটা, সব কিছুরই আয়োজন করেছিলেন তাঁর ফ্যানেরা।

4/5

দুপুর ৩ টের থেকে এই সেলিব্রেশন শুরু হয়। একাধিক পোস্টারে সেজেছিল সিনেমা হলের চত্বর। কিং খানের উদ্দেশ্যে আনা চকোলেট কেকে লেখা ছিল, হ্যাপি 58 কিং। কেক কাটার সময় ভক্তদের মধ্যে উচ্ছাস ছিল বাঁধ ভাঙা।

5/5

চমক লাগার মতো বিষয় হলো, ‘এসআরকিয়ান স্কোয়াড কলকাতা’-এর প্রত্যেক সদস্যের পোশাকেই শাহ রুখ খানের ছবি বা শাহ রুখ খানের নাম লেখা ছিল। তাঁদের সঙ্গ দিয়েছে ‘এসআরকে ফ্যান ক্লাব প্রিয়া সিনেমা’-ও।