স্পোর্টসম্যানশিপ কোথায়! স্মিথ মাথায় আঘাত পাওয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসলেন আর্চার

Aug 18, 2019, 16:00 PM IST
1/5

স্মিথের যন্ত্রণায় হাসলেন আর্চার

স্মিথের যন্ত্রণায় হাসলেন আর্চার

বাউন্সারে মাথায় আঘাত পেলেন স্টিভ স্মিথ। মুহূর্তে ফিরে এসেছিল ফিল হিউজেসের স্মৃতি। বল গিয়ে লেগেছিল স্মিথের মাথার পিছন দিকে। তার পরই মাটিতে লুটিয়ে পড়েন অজি ব্যাটসম্যান। 

2/5

স্মিথের যন্ত্রণায় হাসলেন আর্চার

স্মিথের যন্ত্রণায় হাসলেন আর্চার

অ্যাসেজ-এর দ্বিতীয় টেস্টের ঘটনা। ইংল্যান্ডের হয়ে অভিষেক হওয়া জোফরা আর্চারের বাউন্সারে মাথায় আঘাত পান স্মিথ। এর পর ইংল্যান্ডের বাকি ক্রিকেটাররা স্মিথের কাছে এগিয়ে গেলেও জোফরা আর্চার কিন্তু যাননি। 

3/5

স্মিথের যন্ত্রণায় হাসলেন আর্চার

স্মিথের যন্ত্রণায় হাসলেন আর্চার

স্মিথ বাউন্সারে আঘাত পাওয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিলেন আর্চার। তার পর নিজের বোলিং পজিশনে ফিরে গেলেন। আর্চারের এমন আচরণ নিয়ে সমালোচনা হল। নেটিজেনরা তাঁর স্পোর্টসম্যানশিপ নিয়ে প্রশ্ন তুললেন। 

4/5

স্মিথের যন্ত্রণায় হাসলেন আর্চার

স্মিথের যন্ত্রণায় হাসলেন আর্চার

স্মিথকে একের পর এক শর্ট বল করে যাচ্ছিলেন আর্চার। আগেও দুটি শর্ট বল এসে স্মিথের শরীরে লাগে। কিন্তু এর পরই একটা ডেলিভারি সরাসরি এসে লাগে স্মিথের মাথার পিছন দিকে। তার পরই আর্চার হাসতে শুরু করেন। 

5/5

স্মিথের যন্ত্রণায় হাসলেন আর্চার

স্মিথের যন্ত্রণায় হাসলেন আর্চার

আর্চারের এমন আচরণ নিয়ে প্রবল সমালোচনা শুরু হয় ইন্টারনেটে। নেটিজেনদের অনেকেই তাঁকে মানসিক ভারসাম্যহীন বলেন।