Christmas Weather Update: বড়দিনের আবহাওয়া ভারী বৃষ্টি আর ঝড়ের কবলে! জানুন সব তথ্য...

Christmas Weather Update: ফ্লোরিডার কাছে একটা সিস্টেম তৈরি হয়েছে। এর জেরে বড়দিনের সময় আবহাওয়া খারাপ থাকবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

| Dec 20, 2023, 16:46 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফ্লোরিডার কাছে একটা সিস্টেম তৈরি হয়েছে। এর জেরে বড়দিনের সময় আবহাওয়া খারাপ থাকবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সেই হিসেবে বাজে আবহওয়ার আশঙ্কা পরের সপ্তাহে। 

 

1/7

মেক্সিকো

মেক্সিকো উপসাগরে একটা সিস্টেম দেখা যাচ্ছে। এর ফলে আতঙ্কে রয়েছে বস্টন, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, ওয়াশিংটন। 

2/7

ফ্ল্যাশফ্লাড

এর জেরে ফ্লোরিডায় কোথাও ফ্ল্যাশফ্লাড, কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা।   

3/7

ইস্ট কোস্ট

ইস্ট কোস্ট বা পূর্ব উপকূল ধরে এগোবে এই সিস্টেম। 

4/7

আবহাওয়ার অবনতি

এর ফলে বেশ কিছু জায়গায় আবহাওয়ার অবনতি ঘটবে, আর তার জেরে মার খাবে ক্রিসমাস ট্যুর। 

5/7

বৃষ্টি-তুষারপাত

এর জেরে কলোরাডো বা নিউ মেক্সিকোয় ঘটতে পারে তুষারপাত। টেক্সাসে হতে পারে ভারী বৃষ্টি। 

6/7

এল নিনো

কেন এরকম ঘটতে পারে? পরিবেশ প্রকৃতির বৈপরীত্যই এর কারণ বলে মনে করা হচ্ছে। বলা হচ্ছে, এ হল এল নিনো এফেক্ট। এর জেরে ক্রমশ উষ্ণ হচ্ছে সমুদ্রস্তর। 

7/7

ক্রিসমাসে

ক্রিসমাসের আনন্দ কি তবে ব্যাহত হবে বিশ্ব জুড়ে?