আরও বাড়বে গরম, ৪৮ ঘণ্টায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করল হাওয়া অফিস

Mar 30, 2021, 18:07 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: আগামী তিন থেকে চারদিন দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে।  পশ্চিমের জেলা গুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রামে  ৪৮ ঘণ্টার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস।    

2/5

উত্তরবঙ্গের ক্ষেত্রে  পাঁচটি পাহাড়ি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি কালিংপং, আলিপুরদুয়ার এবং কুচবিহারে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার এই জেলাগুলিতে হালকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুতের যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

3/5

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলিতে  দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে।

4/5

 মূলত এই সময় পশ্চিমী বায়ু প্রবাহে উৎপন্ন নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার  সম্ভাবনা রয়েছে।

5/5

 দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত বায়ুপ্রবাহ উত্তর-পশ্চিম থেকে আসছে। যা গরম হাওয়া। আর এই কারণে গরম বাড়ছে, বৃষ্টি হচ্ছে না বলে জানাচ্ছে আবহাওয়া দফতর ।