গিনেস বুকে নাম তোলা ‘World’s Heaviest Child’ সুমো রেস্টলার চলে গেলেন ২১ বছরে
Jan 01, 2021, 17:02 PM IST
1/8
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম তোলা ‘World’s Heaviest Child’ ধাজবুলাত খাতোকভ (Dzhambulat Khatokhov) মাত্র ২১ বছর বয়সে মারা গেলেন।
2/8
বেশি ওজনের কারণেই রাশিয়ার ধাজবুলাত খাতোকভ (Dzhambulat Khatokhov) অল্পবয়সেই খবরের শিরোনামে উঠে আসেন।
photos
TRENDING NOW
3/8
২০০৩ সালেই ‘World’s Heaviest Child’ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম তোলেন।
4/8
রয়টার্সের (Reuters) রিপোর্ট অনুযায়ী, মাত্র ২ বছর বয়সেই ধাজবুলাত খাতোকভের (Dzhambulat Khatokhov) ওজন ছিল ৭৫ পাউন্ড।
5/8
ক্রমেই বাড়তে থাকে ধাজবুলাত খাতোকভের (Dzhambulat Khatokhov)ওজন। ১৩ বছর বয়সে সেই ওজন বেড়ে হয় ৩৯৭ পাউন্ড।
6/8
রাশিয়ার দক্ষিণ কাবারদিনো-বালকারিয়ার (southern Kabardino-Balkaria) বেতাল গুবজাহেব (Betal Gubzhev) একটি সুমো রেস্টলিং সংস্থা চালান। তিনিই ধাজবুলাত খাতোকভের (Dzhambulat Khatokhov) মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
7/8
সাত বছর বয়সে ধাজবুলাত খাতোকভের (Dzhambulat Khatokhov) ওজন যখন ছিল ২২৪ পাউন্ড। তখনই তাকে নিয়ে তৈরি হয় একটি ডকুমেন্টরি যার নাম ছিল "baby elephant"।
8/8
যদিও চিকিত্সকরা শুরু থেকেই ধাজবুলাত খাতোকভের (Dzhambulat Khatokhov) ওজন যেভাবে বাড়ছিল তাতে যথেষ্ট চিন্তায় ছিলেন। এমনকী এবিষয়ে তার মাকেও সতর্ক করেছিলেন ডাক্তাররা।