1/6
ঈর্ষণীয়
বাঙালি অনেকদিন ধরেই অনেক কিছুই হারাচ্ছিল। কিন্তু সাম্প্রতিক অতীতে বাঙালি সাহিত্যক্ষেত্রে অন্তত এমন এক 'ফিগার'কে পেয়েছিল, যাঁকে ঘিরে বাঙালির হতাশাপূর্ণ আধা-অন্ধকার জীবনে একটা ক্ষণিক 'হ্যালো' তৈরি হয়ে উঠেছিল। শুধু লিখে এমন একটা জনপ্রিয়তা তিনি অর্জন করেছিলেন যা রীতিমতো ঈর্ষণীয়। তিনি সুনীল গঙ্গোপাধ্যায়। আজ তাঁর জন্মদিন।
2/6
কবিতা-প্রীতির শুরু
photos
TRENDING NOW
3/6
অর্ধেক জীবন
১৯৫৩ সাল থেকে সুনীল 'কৃত্তিবাস' নামে একটি কবিতা-পত্রিকা প্রকাশ করতে শুরু করেন। ১৯৫৮ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'একা এবং কয়েকজন' প্রকাশিত হয়। ১৯৬৬ সালে প্রকাশিত হয় প্রথম উপন্যাস 'আত্মপ্রকাশ'। এর পর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। সুনীলের উল্লেখযোগ্য কয়েকটি রচনা-- 'আমি কী রকম ভাবে বেঁচে আছি', 'হঠাৎ নীরার জন্য', 'রাত্রির রঁদেভু', 'অর্ধেক জীবন', 'অরণ্যের দিনরাত্রি', 'প্রথম আলো', 'সেই সময়', 'পূর্ব পশ্চিম', 'ভানু ও রাণু', 'মনের মানুষ' ইত্যাদি।
4/6
নীললোহিত
5/6
বিশিষ্ট নাগরিক
6/6
বহুমুখী
photos