বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ফের মুখ খুললেন সুনীল গাওয়াস্কার

| Mar 02, 2019, 15:25 PM IST
1/5

ভারত-পাক ম্যাচ প্রসঙ্গে ফের মুখ খুললেন গাওয়াস্কার

ভারত-পাক ম্যাচ প্রসঙ্গে ফের মুখ খুললেন গাওয়াস্কার

আরও একবার উত্তপ্ত পরিস্থিতিতে মুখ খুললেন সুনীল গাওয়াস্কার। ভারত-পাকিস্তান বিশ্বকাপের ম্য়াচ নিয়ে বললেন তিনি। 

2/5

ভারত-পাক ম্যাচ প্রসঙ্গে ফের মুখ খুললেন গাওয়াস্কার

ভারত-পাক ম্যাচ প্রসঙ্গে ফের মুখ খুললেন গাওয়াস্কার

১৬ জুন বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ। যদিও এই ম্য়াচ বয়কটের ডাক দিয়েছে ভারত। আইসিসির কাছে এই নিয়ে আর্জি জানিয়েছে বিসিসিআই। তবে এই ব্য়াপারে এখনও কোনও পাকাপাকি সিদ্ধান্ত হয়নি।

3/5

ভারত-পাক ম্যাচ প্রসঙ্গে ফের মুখ খুললেন গাওয়াস্কার

ভারত-পাক ম্যাচ প্রসঙ্গে ফের মুখ খুললেন গাওয়াস্কার

এর আগে গাওয়াস্কার বলেছিলেন, ম্যাচ না খেলে পাকিস্তানকে দুই পয়েন্ট দিতে নারাজ তিনি।  

4/5

ভারত-পাক ম্যাচ প্রসঙ্গে ফের মুখ খুললেন গাওয়াস্কার

ভারত-পাক ম্যাচ প্রসঙ্গে ফের মুখ খুললেন গাওয়াস্কার

এবার সানি গাওয়াস্কার বললেন, ''বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামলে ভারতীয় দলের উপর কোনও বাড়তি চাপ থাকবে না। আমাদের এই দলের সবাই পেশাদার। ওরা ম্যাচটাকে ম্যাচ হিসাবেই দেখবে। বাইরের পরিস্থিতি ম্যাচের সময় আমাদের ক্রিকেটারদের উপর কোনও চাপ বাড়াবে না। ''

5/5

ভারত-পাক ম্যাচ প্রসঙ্গে ফের মুখ খুললেন গাওয়াস্কার

ভারত-পাক ম্যাচ প্রসঙ্গে ফের মুখ খুললেন গাওয়াস্কার

ভারতীয় দল সম্পর্কে গাওয়াস্কার বলে গেলেন, "যে কোনও বড় দল মানেই পেশাদার। একজন ব্যাটসম্য়ান ব্যাটিং করার সময় আগর ডেলিভারির কথাও ভুলে যায়। তা হলে মাঠের বাইরের কথা কী করে মনে রাখবে! ব্যাটসম্য়ান সব সময় পরের বলটা নিয়ে ভাবে। এর বেশি কিছু মাথায় থাকে না।"