ছিলেন বাংলাদেশের কোচ, এবার হলেন বিরাটদের নির্বাচক প্রধান

Mar 04, 2020, 17:42 PM IST
1/5

মঙ্গলবারই বিসিসিআই-এর উপদেষ্টা কমিটি পাঁচ জন প্রার্থীকে নির্বাচকের ইন্টারভিউতে ডাকেন। মদন লাল, আরপি সিং এবং সুলক্ষণা নায়েক-এর উপদেষ্টা কমিটি বুধবার ইন্টারভিউতে ডাকেন - সুনীল যোশী, ভেঙ্কটেশ প্রসাদ, লক্ষ্ণণ শিবরামকৃষ্ণন, হরবিন্দর সিং এবং রাজেশ চৌহানকে।

2/5

বুধবার সুনীল যোশী, ভেঙ্কটেশ প্রসাদ, লক্ষ্ণণ শিবরামকৃষ্ণন, হরবিন্দর সিং এবং রাজেশ চৌহানের মধ্যে থেকে সুনীল যোশী এবং হরবিন্দর সিংকে বেছে নেন মদন লাল, আরপি সিং এবং সুলক্ষণা নায়েক-এর উপদেষ্টা কমিটি।  

3/5

নির্বাচক হিসেবে এমএসকে প্রসাদ এবং গগণ খোদার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তাই এই দুটি পদের জন্য গত ১৮ জানুয়ারি বিজ্ঞাপণ দেয় বিসিসিআই।

4/5

উপদেষ্টা কমিটি নবনিযুক্ত নির্বাচকদের পর্যালোচনা করবেন এক বছর পর। উপদেষ্টা কমিটি আরও জানায় যে এমএসকে প্রসাদের বদলে এবার নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলাবেন সুনীল যোশী।  

5/5

 সুনীল যোশী এবং হরবিন্দর সিং যোগ দেবেন দেবাং গান্ধী, শরনদীপ সিং এবং যতীন পরঞ্জপের সঙ্গে যোগ দেবেন। এই তিন জনের মেয়াদকাল শেষ হবে এই বছরই।