1/7
মধুবন বিতর্কে
নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি অনলাইনে প্রকাশ পায় 'মধুবন'(Madhuban)। সানির বিরুদ্ধে রাধার নামে কুরুচিকর ভিডিও তৈরি করার অভিযোগ করেছেন মথুরার পুরোহিতরা। তাঁদের দাবি ভিডিওটি নিষিদ্ধ করা হোক। এটি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাাত হেনেছে। এবার মথুরার পুরোহিতদের পাশে দাঁড়িয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রী নরোত্তম মিশ্র। ১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোহিনুর’ ছবির জনপ্রিয় গান ‘মধুবন মে রাধিকা নাচে’ গানটির রিমেক ভিডিও তৈরি করেছেন সংগীত পরিচালক শরীব-তোশি (Sharib Toshi)। সেই গানটি গেয়েছেন কণিকা কাপুর(Kanika Kapoor) ও ঐ গানে ভিডিওতে নাচতে দেখা যায় সানি লিওনিকে। রবিবারই ঐ ভিডিওটি সরিয়ে নেওয়ার হুমকি দেন ঐ বিজেপি নেতা। অবশেষে বদলে ফেলা হল গানের কথা ও মিউজিক ভিডিওটির নাম। ইতিমধ্যেই টুইটারে ট্রেন্ডিং #ArrestSunnyLeone
2/7
অনুষ্ঠানে বাধা
কিছু বছর আগে বেঙ্গালুরুর একটি নিউ ইয়ার পার্টিতে পারফর্ম করার কথা ছিল সানি লিওনির। কিন্তু বেশ কিছু প্রতিবাদ মিছিলের কারণে সানিকে পারফর্ম করার অনুমতি দেয়নি বেঙ্গালুরুর পুলিস কমিশনার। সানির অনুষ্ঠানের প্রতিবাদে বিক্ষোভ দেখায় কর্ণাটক রক্ষণা বেদিকা যুব সেনা। পুড়ানো হয় সানির পোস্টার। সানির অনুষ্ঠানকে ভারতীয় সংস্কৃতির অবমাননা আখ্যা দেয় তাঁরা।
photos
TRENDING NOW
3/7
কন্ডোম বিজ্ঞাপন ঘিরে বিতর্ক
নবরাত্রি চলাকালীন সময়ে কন্ডোমের বিজ্ঞাপন দিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন সানি লিওনি। গুজরাটে বিক্ষোভের মুখে পড়ে বিজ্ঞাপন সংস্থা ও সানি লিওনি। বিভিন্ন শহরের রাস্তা থেকে নামিয়ে ফেলা হয় বিজ্ঞাপনের বোর্ড। এমনকি সানির নামে দায়ের হয় একাধিক অভিযোগ। এই নবরাত্রিতে প্রেমের সঙ্গে খেলুন, এই ছিল বিজ্ঞাপনের ট্যাগলাইন। সেখান থেকেই শুরু বিতর্ক।
4/7
সেলিনার অভিযোগ
5/7
পারিবারিক শো থেকে ব্রাত্য
6/7
সানির HIV টেস্টের দাবি
7/7
সানি বনাম কমল আর খান
photos