নিজস্ব প্রতিবেদন : হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন পেয়ে মেসেজ খুলতেই চক্ষু থ হয়ে গিয়েছিল একাদশ শ্রেণির ছাত্রীর। অত্যন্ত অশ্লীল কিছু ছবি। প্রতিটা ছবি-ই বিকৃত। আর ছবিতে দেখা যাওয়া মেয়েটার মুখের আদল হুবহু তার মত।
2/5
বোঝাই যাচ্ছে যে কেউ তার মুখ ব্যবহার করে ছবিগুলোকে বিকৃত করেছে! চাঞ্চল্যকর এই ঘটনায় আত্মঘাতী হয়েছে একাদশ শ্রেণির ওই ছাত্রী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার শ্যামনগরে।
photos
TRENDING NOW
3/5
অভিযোগ, কম্পিউটারে সুপার ইম্পোজ করে বানানো হয়েছে ছবিগুলো। তারপর তা সোশ্যাল সাইটে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেই ছবি ছাত্রীর হাতে এসে পৌঁছাতেই লজ্জায় আত্মঘাতী হয় শ্যামনগরের বাসিন্দা আদিবাসী ওই ছাত্রী।
4/5
আত্মঘাতী ছাত্রীর পরিবার জানিয়েছে, এই ঘটনায় ৮ নভেম্বর জগদ্দল থানায় জানাতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু পুলিস কোনও গুরুত্ব দেয়নি এই ঘটনায়। পুলিস কোনও সহযোগিতা করেনি বলে অভিযোগ পরিবার থেকে স্থানীয় বাসিন্দাদের।
5/5
এদিন গারুলিয়া গার্লস স্কুলের ছাত্রী ওই কিশোরীর দেহ আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। শেষে কর্তব্যে গাফিলতির জন্য অভিযুক্ত পুলিস অফিসারকে শাস্তি দেওয়া হবে। সাসপেন্ড করা হবে। এই প্রতিশ্রুতি দিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় জগদ্দল থানার পুলিস।