জন্মদিনে সুশান্ত সিং রাজপুত, ছেলেবেলায় কেমন ছিলেন অভিনেতা?

Jan 21, 2020, 14:04 PM IST
1/5

M.S Dhoni: The Untold story ছবিটি করার পর থেকেই ধীরে ধীরে জনপ্রিয়তার শিখরে পৌঁছন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ২১ জানুয়ারি মঙ্গলবার ৩৪ এর জন্মদিন সেলিব্রেট করছেন সুশান্ত। 

2/5

বিহারের পাটনা শহরে জন্ম সুশান্তের, তাঁর বাবা একজন সরকারি কর্মচারী। সুশান্তের ৪ জন দিদিও রয়েছে। মাত্র ১২ বছর বয়সেই মা-কে হারিয়েছিলেন সুশান্ত। 

3/5

বিহারের বাসিন্দা হলেও সুশান্তের ছেলেবেলা কেটেছে দিল্লিতে।  উচ্চমাধ্যমিকের পর AIEEE-এর মতো ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ৭ নম্বর স্থানাধিকার করেন। এরপর মেকানিকাল ইঞ্জিনিয়ারিং  নিয়ে পড়াশোনাও শুরু করে। তবে অভিনয়ে নিজের কেরিয়ার গড়ার জন্য চতুর্থ বর্ষে গিয়ে আর পরীক্ষা দেননি।

4/5

শুধু অভিনয়ই নয়, সুশান্ত স্কুল ও কলেজে পড়াশোনাতেও ভীষণ ভালো ছিলেন। তিনি পদার্থবিদ্যায় জাতীয়স্তরে পদার্থবিদ্যায় অলিম্পিয়াড বিজয়ী। 

5/5

সুশান্ত সিং রাজপুত বিমান চালাতেও জানেন। তিনি এই বিমান চালানো শিখেছেন তাঁর 'চন্দা মামা দূর কে'-এ সিনেমার জন্য। সুশান্ত শামক ডাবর ও আশলে লোবোর গ্রুপে নাচ করতেন। অ্যালান আমিনের কাছে শিখেছেন মার্শাল আর্ট শিখেছেন।