রাম মন্দিরের ভূমি পূজার দিনই ধরা পড়বে সুশান্তকে 'খুনের' অপরাধীরা, দাবি মনোজ তিওয়ারির

Jul 28, 2020, 11:45 AM IST
1/6

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই তাঁর ছবি দিয়ে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রোফইলের ছবি পালটে দেন ক্রিকেটার মনোজ তিওয়ারি 

2/6

এবার সুশান্তকে নিয়ে ট্যুইট করলেন এই ক্রিকেটার 

3/6

মনেজ দাবি করেন, সুশান্তকে যারা খুন করেছে, তাঁদের হাতে এখন সময় খুব কম। খুব শিগগিরই তারা ধরা পড়বে। মনেজ দাবি করেন, সুশান্তকে যাঁরা খুন করেছে, তাঁদের হাতে এখন সময় আর নেই।

4/6

মনোজ আরও দাবি করেন, সুশান্তকে খুনের অপরাধীরা শিগগিরই ধরা পড়বে।

5/6

শুধু তাই নয়, ঈশ্বর সদা করুণাময়। রাম মন্দির তৈরির জন্য যেদিন ভূমি পূজা করা হবে অর্থাত ৫ অগাস্ট, সেই দিনই ধরা পড়বে সুশান্তের অপরাধীরা। নিজের ট্যুইটে এমনই দাবি করেন ক্রিকেটার

6/6

মনোজ তিওয়ারির সেই ট্যুইট প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়