সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে পৌঁছেছে ফরেন্সিক টিম ও CBI, চলছে তদন্ত

Aug 22, 2020, 19:40 PM IST
1/12

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই অভিনেতার বান্দ্রার ডুপ্লেক্স ফ্ল্যাটে পৌঁছেছেন CBI আধিকারিকরা।

2/12

CBI টিম সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটের সামনে ভিড় করেছেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। ভিড় জমিয়েছেন কিছু উৎসুক, কৌতুহলী লোকজন।

3/12

ভিড় আটকাতে সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটের বাইরে মোতায়েন রয়েছে পুলিস। মুম্বই পুলিসের তরফে বাইরে ভিড় সামাল দেওয়ার চেষ্টা চলছে।

4/12

জানা যাচ্ছে, সুশান্তের মৃত্যুর ঘটনার ঘটনার পুননির্মাণ করা হবে আজই। ঠিক কীভাবে সেদিন ঘটনাটা ঘটেছিল বা ঘটে থাকতে পারে সেই বিষয়টিই বোঝার চেষ্টা করবে CBI।

5/12

 CBI প্রতিনিধিরা সুশান্তের বান্দ্রা ফ্ল্যাটে বন্ধু সিদ্ধার্থ পিঠানি এবং তাঁর ফ্ল্যাটের অন্যান্য কর্মীদেরও সেখানে নিয়ে গেছেন।

6/12

এদিন ঘটনাস্থলে সিদ্ধার্থ পিঠানি ও সুশান্তের কুক নীরজ পৌঁছতেই তাঁদের ঘিরে ধরার চেষ্টা করেন কিছু লোকজন, ভিড় এড়িয়ে তাঁদের চটজলদি গাড়িতে তুলে নেওয়া হয় বলে খবর। 

7/12

সংবাদমাধ্যমের প্রতিনিধিদের এড়িয়ে গাড়ির পিছনের সিটে বসে থাকতে দেখা যায় সিদ্ধার্থ পিঠানি ও রাঁধুনি নীরজ। তাঁদের নিজেদের মধ্যে কথাবার্তা বলতে ও ফোন নিয়ে কিছু দেখতেও দেখা যায়।

8/12

 সিদ্ধার্থ পিঠানি, সুশান্তের রাঁধুনি নীরজ ছাড়াও রয়েছেন আরও এক রাঁধুনি দীপেশ সাওয়ান্ত। ঘটনার দিন ওই তিনজন সুশান্তের ফ্ল্যাটেই ছিলেন বলে জানা গিয়েছে। 

9/12

সুশান্তের ফ্ল্যাটে পৌঁছে উপরের তলায় উঠে যেতে দেখা যায় CBI আধিকারিকদের।

10/12

জানা যাচ্ছে, CBI-এর তরফে ইতিমধ্যেই সিদ্ধার্থ পিঠানিকে DRDO গেস্ট হাউসে ডেকে নিয়ে গিয়ে এক দফা জিজ্ঞাসাবাদ করেছেন CBI আধিকারিকরা।

11/12

এদিকে শুধু CBI আধিকারিকরাই নন, সুশান্তের ফ্ল্যাটে পৌঁছেছেন ফরেন্সিক টিমের সদস্যরাও।

12/12

AIIMS-এর তরফে তৈরি ৫ সদস্যের ফরেন্সিক টিম ফের সুশান্তের ময়নাতদন্তের বিষয়টি খতিয়ে দেখবে বলে জানা যাচ্ছে।