রহস্যজনক একটি ফোনের পর সুশান্তের দেহ নীচে নামান সিদ্ধার্থ পিটানি!

Aug 18, 2020, 19:15 PM IST
1/5

১৪ জুন ব্যান্দ্রার চার্টার রোডের ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। সুশান্তের মৃত্যুর পর যতদিন গড়াচ্ছে, তত বাড়তে শুরু করেছে তরজা

2/5

১৪ জুন সুশান্তের মৃত্যুর পর তাঁর দেহ সিলিং থেকে নামান সিদ্ধার্থ পিটানি। ওইদিন একটি ফোন আসার পর, কথা বলে তারপরই সুশান্তের দেহ সিলিং থেকে নামান অভিনেতার বন্ধু। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে এমনই দাবি করেন প্রয়াত অভিনেতার বাড়ির কর্মী নীরজ 

3/5

নীরজ দাবি করেন, ১৪ জুন সুশান্তের মৃত্যুর পর একটি ফোন আসে সিদ্ধার্থ পিটানির মোবাইলে। ফোনে কথা বলার পরই সুশান্তের দেহ সিলিং থেকে নামান সিদ্ধার্থ। তবে সেদিন কার সঙ্গে কথা বলার পর সুশান্তের দেহ নামান সিদ্ধার্থ, সে বিষয়ে কিছু জানা যায়নি 

4/5

নীরজ আরও দাবি করেন, সুশান্তের বাড়ির রাঁধুনি কেশব জানেন, রিয়া চক্রবর্তীর বাড়িতে কী ধরনের পুজোর আয়োজন করা হয়। কালো জাদু করার জন্য রিয়ার বাড়িতে পুজোর আয়োজন করা হত কি না, কেশব সে বিষয়ে ভাল বলতে পারবেন বলেও দাবি করেন নীরজ 

5/5

প্রসঙ্গত, সুশান্তের পরিবারের দাবি, নীরজ, দীপেশ সবাইকে সুশান্তের বাড়িতে কজের জন্য নিয়োগ করেন রিয়া চক্রবর্তী। তাই রিয়ার সঙ্গে যোগসাজস করেই নীরজরা সুশান্তের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন বলে দাবি করে  প্রয়াত অভিনেতার পরিবার