নেকড বাইকের বাজারে বাড়ল প্রতিযোগিতা, লঞ্চ হল Suzuki Gixxer 250
Aug 09, 2019, 19:09 PM IST
1/5
লঞ্চ হল Suzuki Gixxer 250
লঞ্চ হল Suzuki Gixxer 250। চলতি বছর মে মাসেই প্রকাশ্যে আসে Suzuki Gixxer SF 250। সেই বাইকেরই নেকড্ সংস্করণ এই বাইক। ভারতের বাজারে এখন নেকড্ বাইকের চাহিদা তুঙ্গে। মাসকুলার লুকসের এই বাইক যথেষ্ট জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে।
2/5
সম্পূর্ণ এলইডি হেডল্যাম্প
Suzuki Gixxer 250-এ রয়েছে সম্পূর্ণ এলইডি হেডল্যাম্প এবং টেল লাইট। ব্রেকিং এবং সুরক্ষায় এই বাইকে রয়েছে ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল এবিএস (ABS)।
photos
TRENDING NOW
3/5
ইঞ্জিন স্পেসিফিকেশন
Suzuki Gixxer 250-এ থাকছে ২৪৯ সিসির সিঙ্গল সিলিন্ডার, অয়েল কুলড, ফুয়েল ইঞ্জেক্টেড ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ২৬ বিএইচপি (bhp) শক্তি আর ২২.৬ এনএম (Nm) টর্ক পাওয়া যাবে।
4/5
মাইলেজ
এই বাইকে থাকছে ৬ স্পিড গিয়ার বক্স। সংস্থার দাবি, প্রতি লিটারে ৩৮.৫ কিলোমিটার মাইলেজ দেবে Suzuki Gixxer 250।
5/5
Suzuki Gixxer 250-এর দাম
ভারতে Suzuki Gixxer 250-এর দাম ১.৬ লাখ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। ভারতের বাজারে Yamaha fz 250, KTM Duke 250-কে টক্কর দেবে Suzuki Gixxer 250।