Legend-কে ফেরাচ্ছে Suzuki, নতুন Hayabusa আসছে

Jan 30, 2021, 16:57 PM IST
1/6

Legend-কে আবার ফিরিয়ে আনছে Suzuki. ফিরছে Hayabusa. ইতিমধ্যে নতুন লুক-এর Hayabusa-র একটি ভিডিয়ো শেয়ার করেছে সুজুকি।

2/6

এমনিতেই সুজুকির এই লেজেন্ড মডেল জনপ্রিয়। ২০০৪ সালে Dhoom সিনেমায় Hayabusa-তে সওয়ার হয়েছিলেন জন আব্রাহাম। তার পর থেকেই এই মোটরসাইকেলের চাহিদা এদেশে তুঙ্গে। 

3/6

BSVI ভ্যারিয়েন্ট আসার পর Hayabusa-র উত্পাদন বন্ধ করেছিল সুজুকি। ততদিনে অবশ্য ভারতে Hayabusa-র সব মোটরসাইকেল বিক্রি হয়ে গিয়েছিল। এমনকী, ইউরোপেও Hayabusa-র উত্পাদন বন্ধ করে দিয়েছিল Suzuki.

4/6

কিন্তু বাইকপ্রেমীদের অনুরোধের দাম দিল সুজুকি। নতুন লুক-এ ফিরছে Suzuki Hayabusa. এরই মধ্যে নতুন Hayabusa-র টিজার ভিডিয়ো প্রকাশ করেছে সুজুকি।  

5/6

ইলেকট্রনিক সাসপেনশন, ইলেকট্রনিক্স সুট, কর্নারিং এবিএস, ট্রেকসন কন্ট্রোল সিস্টেম আরও জোরদার করে ফিরছে Hayabusa. 

6/6

আগের জেনারেশন-এর হায়াবুসায় ছিল লিকুইড কুলড, ইনলাইন ফোর সিলিন্ডার 1,340 cc ইঞ্জিন। 9,500 আরপিএম-এ 197 বিএইচপি ও 7,200 আরপিএমে 155 এনএম পিক টর্ক ছিল। 2.74 সেকেন্ডে 0-100 কিমি প্রতি ঘণ্টার গতি তুলতে পারত। সর্বোচ্চ গতি ছিল 299 কিমি/ঘণ্টা। 1999 সালে লঞ্চ হওয়ার পর থেকেই হায়াবুসা ছিল জনপ্রিয়তার তুঙ্গে।