স্বপ্ন সত্যি! দেশকে সোনা জেতালেন বাংলার মেয়ে স্বপ্না বর্মন

Aug 29, 2018, 19:32 PM IST
1/6

1

1

জাকার্তায় এশিয়ান গেমসে সোনা জিতলেন বাংলা মেয়ে স্বপ্না বর্মন। মেয়েদের হেপ্টাথলনে সোনা জিতলেন সোনার মেয়ে।

2/6

2

2

শট পাট, হাই জাম্প ও জাভেলিন থ্রোয়ে প্রথম হন স্বপ্না। লং জাম্পে দ্বিতীয়। তবে সব মিলিয়ে ৬০২৬ পয়েন্ট নিয়ে স্বপ্না সোনা জেতেন।

3/6

3

3

এশিয়ান গেমসের ইভেন্টে নামার আগে অসহ্য দাঁতে ব্যাথায় কষ্ট পাচ্ছিলেন জলপাইগুড়ির মেয়ে স্বপ্না। তবে তার পরও তিনি হাল ছাড়েননি।

4/6

4

4

এক বিরল রোগ নিয়ে জন্মেছিলেন। তাঁর দুই পায়ে ছটা করে আঙুল। শারীরীক এই বাধা কাটিয়ে তিনি নিজেকে আর পাঁচজন অ্যাথলিটের মতোই তৈরি করেছেন। অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের সাহায্যে। 

5/6

5

5

এশিয়ান গেমস শুরুর আগে পিঠের যন্ত্রণার জন্য বেশ কিছুদিন তাঁকে বিশ্রামে কাটাতে হয়। যদিও সেই বিশ্রামটাই তাঁকে শারীরীক ও মানসিক দিক থেকে চনমনে করে তুলেছিল।

6/6

6

6

গত বছর জলাইয়ে ভুবেনশ্বরে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন স্বপ্না। তার পর থেকেই ভারতীয় ক্রীড়াজগতে তাঁকে নিয়ে হইচই পড়ে যায়।