Swara Bhasker Haldi Photo: শুধু হলুদবাটা নয়, নানা রঙের আবিরে ‘হলদি’ অনুষ্ঠান স্বরা-ফাহাদের...

Mar 12, 2023, 19:35 PM IST
1/5

স্বরার গায়ে হলুদ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। যদিও আগেই আইনি বিয়ে সেরেছেন। তবে এবার রবিবার সাবেকি মতেই বিয়ে করছেন তাঁরা।  

2/5

স্বরার গায়ে হলুদ

দিল্লিতে স্বরার দিদার বাড়িতে বসেছে বিয়ের আসর।  

3/5

স্বরার গায়ে হলুদ

রবিবার সকালে অনুষ্ঠিত হল গায়ে হলুদের অনুষ্ঠান। তবে শুধুমাত্র হলুদ বাটাতেই সীমাবদ্ধ থাকল না সেই অনুষ্ঠান।  

4/5

স্বরার গায়ে হলুদ

হলুদ সহ নানা রঙের আবির মাখিয়েই চলল গায়ে হলুদের অনুষ্ঠান। স্বরার মতে, জীবনের সব রঙ একসঙ্গে মেখে রাখতে চান তাঁরা, তাই এই উদ্যোগ।  

5/5

স্বরার মেহেন্দি

এদিন মেহেন্দিও পরেন কনে। মেহেন্দির সঙ্গেই হয় সংগীত অনুষ্ঠান। শোনা যাচ্ছে গানের তালেই অন্যরকমভাবে বিয়ে করবেন তাঁরা।