Swastika Mukherjee: সিঁথিতে সিঁদুর, কপালে চন্দন, স্বস্তিকা লিখলেন ‘বিয়ের সানাই বাজছে...’

Feb 09, 2023, 17:52 PM IST
1/5

স্বস্তিকায় মুগ্ধ নেটপাড়া

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডিপ গোলাপি রঙের সিল্ক শাড়িতে সেজেছেন স্বস্তিকা। শাড়ির সঙ্গে পরনে নেই ব্লাউজ। ছবি সৌজন্য: স্বস্তিকা মুখার্জি ইনস্টাগ্রাম  

2/5

স্বস্তিকায় মুগ্ধ নেটপাড়া

কপালে লাল সিঁদুরের টিপ, সিঁথি ভর্তি সিঁদুর, হাতে শাঁখা-পলা স্বস্তিকার থেকে নজর ফেরানো দায়। ছবি সৌজন্য: স্বস্তিকা মুখার্জি ইনস্টাগ্রাম  

3/5

স্বস্তিকায় মুগ্ধ নেটপাড়া

নিজেই কপালে এঁকে নিলেন চন্দন। ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘বিয়ের সানাই বাজছে’। আসলে এটি একটি ফটোশ্যুটের অংশ। ছবি সৌজন্য: স্বস্তিকা মুখার্জি ইনস্টাগ্রাম  

4/5

স্বস্তিকায় মুগ্ধ নেটপাড়া

কমেন্ট বক্সে স্বস্তিকার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। এক অনুরাগী লেখেন, ‘রিহানার পর স্বস্তিকা দেখেই দেবী মনে হয়’। অন্য এক নেটিজেন লেখেন, ‘তোমার কনফিডেন্সটাই ভালো লাগে’। কেউ আবার তাঁকে মা দুর্গার সঙ্গে তুলনা করেছেন। ছবি সৌজন্য: স্বস্তিকা মুখার্জি ইনস্টাগ্রাম  

5/5

স্বস্তিকায় মুগ্ধ নেটপাড়া

সব মিলিয়ে স্বস্তিকার রূপে মজেছে নেটপাড়া। ছবি সৌজন্য: স্বস্তিকা মুখার্জি ইনস্টাগ্রাম