'কালা ধন' ফেরতে সাফল্য সরকারের! ফের ভারতীয়দের তালিকা দিল সুইশ ব্যাঙ্ক

Oct 09, 2020, 18:45 PM IST
1/5

বিদেশ থেকে ব্ল্যাক মানি ফেরত আনার ব্যাপারে বড়সড় প্রতিশ্রুতি দিয়েছিল মোদী সরকার। সেই প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর বর্তমান কেন্দ্রীয় সরকার। আর এবার এই ব্যাপারে সাফল্য পেল সরকার। 

2/5

সুইজারল্যান্ডের সঙ্গে চুক্তি হয়েছিল ভারতের। সেই চুক্তির অন্যতম শর্ত ছিল, সুইশ ব্যঙ্কে থাকা ভারতীয়দের অ্যাকাউন্টের তথ্য আদান-প্রদান করতে হবে। 

3/5

এবার দ্বিতীয় দফায় সুইশ ব্যাঙ্কে থাকা ভারতীয়দের তথ্য প্রকাশ করল সুইশ ব্যাঙ্ক। ৮৬টি দেশের ৩১ লাখ অ্যাকাউন্ট হোল্ডারের নাম প্রকাশ করেছে সুইশ ব্যাঙ্ক। সে

4/5

সেই ৮৬ দেশের মধ্যে ভারতীয়দের নামও রয়েছে। তবে কজন ভারতীয়র নাম রয়েছে সেই তালিকায় তা এখনও সরকারের তরফে জানানো হয়নি। 

5/5

এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে মোট ৭৫টি দেশের অ্যাকাউন্ট হোল্ডারদের নাম প্রকাশ করেছিল সুইশ ব্যাঙ্ক।