সুযোগ নিয়ে কালোবাজারি, ৩০০ টাকার ডেটল বিকোচ্ছে ৬০০টাকায়

Sep 11, 2020, 23:42 PM IST
1/5

করোনা আবহে যেখানে স্বাস্থ্য ব্যবস্থা ও স্বাস্থ্য পরিষেবা বিশেষ জোর দেওয়া হচ্ছে। সেখানে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ওই অবস্থার সুযোগ নিয়ে কলবাজারিতে মেতে উঠেছে। আজ এমনি ছবি দমদম চিড়িয়ামোড়ের কাছে দমদম রোডের এক ওষুধের দোকানে।   

2/5

যেখানে নির্ধারিত মূল্যের থেকে দ্বিগুন দাম নেওয়া হচ্ছে। এই মুহূর্তে বাজারে প্রায় অমিল ডেটল। এক লিটার ডেটলের নির্ধারিত মূল্য ৩০২ টাকা হলেও দোকানদার তা ৬০০ টাকা চায়। সেই মুহূর্তে ক্যামেরা অন করতেই দোকানদার তা সরিয়ে নিয়ে সবুজ ডেটল সামনে এনে জানায় এটা নির্ধারিত মূল্যে সে দিতে পারবে।   

3/5

এরপরেই আশেপাশের লোকজন বাইরে বেরিয়ে এসে জানান এই করোনা আবহের সুযোগ নিয়ে মাস্ক থেকে স্যানিটাইজার সবকিছুর দ্বিগুন দাম নেয় এই দোকানদার।   

4/5

প্রসঙ্গত, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার এই কালোবাজারি বিরুদ্ধে সরব হয়েছেন। এমনকি টাস্কফোর্স গঠন করেছে যারা বিভিন্ন বাজারে হানা দিচ্ছে।   

5/5

তারপরেও খোদ কলকাতার বুকে এই ধরনের অসাধু ব্যবসায়ী এই সবকিছু তোয়াক্কা না করেই অসৎ উপায়ে অধিক উপার্জনের নেশায় বুঁদ হয়েছেন এদিনের ঘটনা তা ফের প্রমাণ করে।